০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


প্রতীকী ভোটে হামজা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, কাঁদলেন মরিয়ম নওয়াজ

মরিয়ম নওয়াজ ও হামজা শাহবাজ (ডানে) - ছবি : সংগৃহীত

প্রতীকী ভোটে পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক বিধানসভার বিরোধী দলীয় নেতা হামজা শাহবাজ মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সহসভাপতি মরিয়ম নওয়াজ কান্নায় ভেঙে পড়েন। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক বিধানসভার বিরোধী দলগুলো লাহোরের একটি স্থানীয় হোটেলে প্রতীকী ভোট আয়োজন করে হামজা শাহবাজকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছে। ওই প্রতীকী ভোটে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ), পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের জাহাঙ্গীর খান তারিন ও আব্দুল আলিম খান গ্রুপ উপস্থিত ছিল।

পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতা ও পাঞ্জাব প্রাদেশিক বিধানসভার সদস্য রানা মাশহুদ আহমদ খান দাবি করেছেন, পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক বিধানসভার দু’শ’ সদস্যের প্রতীকী ভোটে হামজা শাহবাজকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয়েছে।

হামজা শাহবাজের চাচাতো বোন ও পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সহসভাপতি মরিয়ম নওয়াজ তার কান্নায় ভেঙে পড়ার বিষয়ে বলেন, (তার চাচাতো ভাইয়ের) জয়ের আনন্দে তিনি কাঁদছেন।

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement