০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


মতুয়া মেলা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি তুঙ্গে

মমতা ও মোদি - ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে দু’বছর পর মঙ্গলবার থেকে ফের বসছে ঠাকুরনগরের মতুয়া মেলা। আর একটি ধর্মীয় গ্রুপকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মতুয়া ভোট কাদের দখলে থাকবে তা নিয়ে লড়াইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে টক্কর দিতে নামল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল। একদিকে মেলায় ভার্চুয়ালি হাজির থাকবেন বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ৩০ মার্চ রাজ্যে ছুটি ঘোষণা করল তৃণমূল সরকার।

করোনা সংক্রমণের জেরে গত ২ বছর ঠাকুরনগরে বসেনি বারুনি মেলা। এবার ২৯ মার্চ পুন্যস্নান দিয়ে মেলার সূচনা হবে। তার আগে শনিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি বিবৃতিতে জানানো হয়েছে, এবারের মেলায় ভার্চুয়ালি হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মতুয়া ভক্তদের বার্তা দেবেন তিনি।

ওদিকে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ১০ এপ্রিল ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু ৩০ মার্চ জন্মতিথি পড়ায় ছুটি সেদিন ছুটি ঘোষণা করা হয়েছে নবান্ন থেকে।

দীর্ঘদিনের বিবাদ ভুলে এবার একসাথে মতুয়া মেলার আয়োজন করেছে ঠাকুরবাড়ির ২ তরফ। শান্তনু ও সুব্রত ঠাকুরের সাথে হাত মিলিয়ে মেলার আয়োজনে সামিল হয়েছেন সাবেক এমপি মমতাবালা ঠাকুরও। মতুয়া মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারত সরকার। আবহাওয়া ঠিক থাকলে আন্দামান থেকে ছাড়বে জাহাজ।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement

সকল