০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ভারতে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ করাটা অপরাধ? প্রশ্ন মেহবুবা মুফতির

মেহবুবা মুফতি - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদ করতে গিয়ে কাশ্মিরে গ্রেফতার হচ্ছে বহু মানুষ। রোববার এই নিয়ে মুখ খুলেছেন পিডিপি প্রেসিডেন্ট মেহবুবা মুফতি। তিনি ট্যুইটারে লিখেছেন, ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইল। তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে বিশ্বজুড়ে। কিন্তু ইসরাইলের অমানবিক অত্যাচার এর প্রতিবাদ করলে ভারতে পুলিশ গ্রেফতার করছে সাধারণ মানুষকে। তবে কি ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ করাটা ভারতে অপরাধ, প্রশ্ন তুলেছেন মেহবুবা।

গত শনিবার শ্রীনগর ও সপিয়ান থেকে ২১ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা করোনাকালে কারফিউ ভেঙ্গে ফিলিস্তিনিদের সমর্থন ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন বলে অভিযোগ করেছে পুলিশ। দক্ষিণ কাশ্মিরে ঈদের দিন ‘প্ররোচনামূলক খুতবা' দেয়ার জন্য পুলিশ গ্রেফতার করেছে ধর্মীয় নেতা সর্জন বর্কতিকে। তিনি অসহায় ফিলিস্তিনিদের সমর্থনে তার বক্তব্য রাখছিলেন। মেহবুবা মুফতি সরকারের সমালোচনা করেছেন কাশ্মিরের নেতা মোঃ আশরাফ সেহরাইয়ের দুই ছেলেকে গ্রেফতার করার জন্য।

তিনি বলেন, কাশ্মিরে প্রতিটি ছোটখাটো সমস্যার জন্য প্রয়োগ করা হচ্ছে পাবলিক সেফটি আইন বা পিএসএ। কাশ্মিরের অনেক রাজনীতিবিদ প্রশ্ন করছেন, তাহলে কি এত বছরের ভারতের ফিলিস্তিন নীতি এখন পাল্টে গেছে? ভারতে দক্ষিণপন্থী সরকার ইসরাইলের দক্ষিণপন্থী নেতা নেতানিয়াহু ফিলিস্তিনিদের ওপর আক্রমণকে সমর্থন করছে কি?

মেহবুবা অভিযোগ করেছেন, কাশ্মির ইতিমধ্যেই একটি খোলা আকাশের নিচে জেলখানায় পরিণত হয়েছে। নিজের মতামত প্রকাশের অধিকারটুকু নেই মানুষের। পুলিশ ইতিমধ্যেই উপত্যকার মানুষকে সতর্ক করে দিয়েছে 'শান্তি বিঘ্নিত' হলে ব্যবস্থা নেয়া হবে ।

সূত্র : পুবের কলম


আরো সংবাদ



premium cement