০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


হাসপাতালের জানালা দিয়ে পালাতে গিয়ে ধরা করোনা রোগী, হুলস্থুল

হাসপাতালের জানালা দিয়ে পালাতে গিয়ে ধরা করোনা রোগী, হুলস্থুল - ছবি- সংগৃহীত

করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত রোগী হাসপাতাল থেকে গভীর রাতে পালানোর চেষ্টা করে। হাসপাতাল ভবনের জানালা দিয়ে নিচে নামতে গিয়ে তিনি আটকে যান কার্নিসে। তা দেখে ফেলে হাসপাতালের কর্মীরা। এ ঘটনায় হুলস্থুল পড়ে যায় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সোমবার দিবাগত ভোররাতে জানলা দিয়ে বের হয়ে ভবনের কার্নিসে প্রায় দেড় ঘণ্টা আটকে ছিলেন ওই রোগী। শেষে পিপিই পরে তাকে উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। জানলা দিয়ে হাসপাতাল থেকে পালাতে যান ওই রোগী। কিন্তু কার্নিস বেয়ে নিচে নামার সাহস পাননি। বেশ কিছুক্ষণ পা ঝুলিয়ে বসে থাকার পর কার্নিসের ওপর শুয়ে পড়েন তিনি।

হাসপাতালের এক কর্মী ওই রোগীকে কার্নিসে শুয়ে থাকতে দেখেন প্রথম। তিনিই বাকিদের খবর দেন। তাতে হুলস্থুল পড়ে যায় হাসপাতালজুড়ে। নামার চেষ্টা না করে কার্নিসের ওপরেই তাকে বসে থাকতে বলে হাসপাতালের কর্মীরা। ততক্ষণে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেয়া হয়। ভোর সোয়া ৫টার দিকে তারা এসে পৌঁছায় ঘটনাস্থলে। তাদের একজন পিপিই পরে ওই রোগীকে নিরাপদে নামিয়ে আনেন।

করোনায় আক্রান্ত ওই রোগীকে ফের ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। তবে সকলের নজর এড়িয়ে কিভাবে তিনি কার্নিসে পৌঁছালেন, তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement