২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


চুয়াডাঙ্গায় আজ ৪২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড

চুয়াডাঙ্গায় আজ ৪২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড - নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় তাপমাত্রা আজ কিছুটা কমলেও তা তেমন প্রভাব ফেলছে না। আজ ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে । ২০ বছরের সব রেকর্ড ভেঙ্গে গতকাল মঙ্গলবার সব তাপমাত্রা পারদ উঠেছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ২০০৫ সালে ৪৩ ডিগ্রি, ২০১৪ সালে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আদ্রতা ছিল ১২ শতাংশ ।

একটানা এমন তাপমাত্রার ফলে খরতাপে জেলায় খুব অতিতীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জনজীবন ওষ্ঠাগত। ভুগছে প্রাণীকূলও। প্রতি‌দিনই মারাযা‌চ্ছে ফা‌র্মের মুর‌গি, পোষা কবুতর। ইতিম‌ধ্যে তাপদা‌হে জেলার দামুড়হুদা উপ‌জেলায় এক নারীসহ তিনজন মারা‌ গে‌ছে।

এখা‌নে দিন রাতের তাপমাত্রার পার্থক্যও থাকছে কম। দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এর সা‌থে বিদ্যু‌তের লু‌কোচু‌রি‌তে (লোড শে‌ডিং) চুয়াডাঙ্গার জনজীবনে নে‌মে এসে‌ছে মারাত্মক অস্বস্তি।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, আজ বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


আরো সংবাদ



premium cement