০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


মাস্ক যেভাবে জীবাণুমুক্ত রাখবেন

মাস্ক যেভাবে জীবাণুমুক্ত রাখবেন - প্রতীকী

মাস্কের ব্যবহার বর্তমান সময়ে নিত্যনৈমত্যিক ব্যাপর হয়ে দাঁড়িয়েছে। মানুষ নানা ধরণের মাস্ক ব্যবহার করলেও এন৯৫ মাস্কের উপর ভরসা করছেন অনেকে। কিন্তু এই মাস্ক ধোঁয়া-পরিস্কার করা এক ঝক্কি। দু-তিন বার ধুলেই তার যা হাল হয়, তাতে পরের বার ধোঁয়ার সাহস জোগে না। কিন্তু ডাক্তার বিশেষজ্ঞদের মতামত নিয়ে যে স্বাস্থ্য বিধি তৈরি করা হয়েছে তাতে উল্লেখ্য রয়েছে বাইরে থেকে ফিরে মাস্ক ধুঁয়ে ফেলতে হবে।

সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত এক গবেষক এর উপায় বের করেছেন। তিনি জানিয়েছেন, ইলেকট্রিক কুকারে পঞ্চাশ মিনিট শুকনো তাপে এন৯৫ মাস্কের কার্যকরভাবে স্যানিটাইজ করা সম্ভব।

পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি পত্রিকা জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মাস্ক একবার ব্যবহারের জিনিস। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে একবার ব্যবহার সম্ভব নয়। সেক্ষেত্রে একবার ব্যবহারের পর দ্বিতীয়বার ব্যবহারের আগে মাস্ককে জীবাণু মুক্ত করা একান্ত জরুরি।

ভালভ-রেসপিরেটর থাকলে ভাইরাসের প্রবেশ আটকানো যাবে। কিন্তু শ্বাস ছাড়ার সময় তো জীবাণু ভালভের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। কাজেই যিনি ভালভযুক্ত মাস্ক পরছেন, তিনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন।

গবেষক বৈদ্যুতিন-কুকারে এই এন৯৫ মাস্ক স্যানিটাইজের ক্ষেত্রে কার্যকর হওয়ার সম্ভাবনা দেখছেন। গবেষকরা অনুমান করেছেন যে শুকনো তাপে, কোনও রাসায়নিক পদার্থ ছাড়াই – জীবাণু নির্মূলকরণ – পরিশ্রুতকরণ, পরিস্রাবণ করতে পারবেন এন৯৫ মাস্ক। যা সাধারণ মানুষের হাতের নাগালে।

গবেষক প্রায় ৫০ মিনিট ১০০ ডিগ্রি সেলসিয়াসে বৈদ্যুতিন-কুকারের মধ্যে মাস্কটি রাখেন। এরপর দেখেন করোনভাইরাস সহ চারটি পৃথক শ্রেণীর ভাইরাস মুক্ত হয় মাস্কটি থেকে।


আরো সংবাদ



premium cement