০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ভারতে অন্তঃসত্ত্বা হাতি হত্যায় গ্রেফতার ১

ভারতে অন্তঃসত্ত্বা হাতি হত্যায় গ্রেফতার ১
ভারতে অন্তঃসত্ত্বা হাতি হত্যায় গ্রেফতার ১ - ছবি : সংগৃহীত

ভারতের কেরালার পালক্কাদ জেলায় অন্তঃসত্ত্বা হাতিকে বারুদভর্তি আনারস খাইয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার কেরালার বনমন্ত্রী কে রাজু হাতি হত্যার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদের ধরার চেষ্টা চলছে।

মন্ত্রী জানান, উইলসন নামে এক ব্যক্তি যিনি আম্বালপাড়ায় কৃষিকাজ করেন তাকে এই ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে। বাকি সন্দেহভাজনদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এক বিবৃতিতে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভাদেকর বলেছেন, পরিবেশ মন্ত্রণালয় হাতির মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়েছে। এ ঘটনায় বিষয়ে তদন্ত চলছে৷ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গত সপ্তাহে এক অন্তঃসত্ত্বা হাতি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ার পর বারুদভর্তি আনারস খেয়ে মারা যায়। জানা যায়, ওই হাতিকে স্থানীয় বাসিন্দারাই বারুদভর্তি আনারস খেতে দিয়েছিল।

হাতিটির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেকে বলছেন, ওই রাজ্যে বন্যপ্রাণী থেকে ফসল রক্ষার জন্য ফলের মধ্যে বিস্ফোরক ভরে টোপ হিসেবে ব্যবহার করা হয়।

সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement