০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ২ ম্যাচ

-

কয়েক দফাই বাংলাদেশ মহিলা দলের ফিফা প্রীতিম্যাচ বাতিল হয়েছে। ফলে এবার ফিফা উইন্ডোর বাইরেই প্রীতিম্যাচ খেলবেন সাবিনা খাতুনরা। আর তা চাইনিজ তাইপের বিপক্ষে। প্রথম ম্যাচ ৩১ মে ও দ্বিতীয় ম্যাচ ৩ জুন। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দু’টি আয়োজিত হবে। জানান বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অক্টোবরে মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ হবে। এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশে। এর আগে লাল-সবুজ মহিলাদের এই দুই ম্যাচ।
কিরণ জানান, ‘আমরা সবগুলো ফিফা উইন্ডোতেই মেয়েদের জন্য প্রীতিম্যাচ আয়োজনের চেষ্টা করেছি। তবে ব্যাটে বলে মেলেনি। তবে জুন উইন্ডোতে আমরা চাইনিজ তাইপের সাথে খেলব। তারা অফিশিয়ালভাবে চিঠি দিয়ে আমাদের নিশ্চিত করেছে।’
জুলাইয়ের ফিফা উইন্ডোতেও ম্যাচ আয়োজনের চেষ্টা হচ্ছে বলে জানান তিনি, ‘এই ম্যাচ দু’টিকে আমরা সাফের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে নিচ্ছি। এ ছাড়া জুলাইয়ের ফিফা উইন্ডোতেও আমরা ম্যাচ খেলার চেষ্টা করব। চাইনিজ তাইপে শক্তিশালী দল। তাদের বিপক্ষে বাংলাদেশ যখন ম্যাচগুলো খেলবে তারা তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে।’


আরো সংবাদ



premium cement