২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


লিটন অধ্যায়ের সমাপ্তি কি হতে যাচ্ছে?

-


হুক, পুল, ড্রাইভ , কাট, সুইপ শট কি নেই লিটন দাসের ব্যাটিংয়ে। একবার মুগ্ধ হয়ে ইয়ান বিশপ বলেছিলেন, ‘লিটনের ব্যাট মনে করিয়ে দিচ্ছে লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসাকে।’ সেই লিটন দাসে আস্থা খুঁজছিল বাংলাদেশও, শুধু ব্যাটে নয়, তাকে বিসিবি ভেবে রেখেছিলেন ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবেও। সহ-অধিনায়কের পদটা তাকে দিয়েই আবার ফিরিয়ে আনা হয়েছিল ২০২২ সালে। সাকিবের ছায়ায় থেকে লিটনকে ভবিষ্যতে অধিনায়ক হিসেবে গড়ে উঠার সুযোগ দেয় বিসিবি। অনেক কিছু ঠিক থাকলেও সাকিবের দৃঢ় মানসিকতা রপ্ত করতে পারেননি লিটন। অনেক বিতর্ক নাম জড়ালেও পারফরম্যান্স দিয়ে পাশ কাটিয়ে গেছেন সাকিব। লিটন তা পারেননি। বরং হয়েছে উল্টো। অহেতুক বিতর্কে জড়িয়ে খারাপ হয়েছে পারফরম্যান্স।
বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে লিটনের ব্যর্থতার একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। তার মতে লিটনের চাপটা বাইরে থেকে এসেছে। তার কথায়, ‘লিটনের প্রেসারটা এসেছে বাইরে থেকে। যদি আমরা মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ওর পেছনে লেগে থাকি, তাহলে হবে না। আরো খারাপ হবে।’

পোথাসের কথায় যুক্তি আছে তবে লিটন তো এর বাইরে থাকতে পারছেন না। চট্ট্রগাম টেস্ট চলাকালীনই তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছিল দু’টি বিজ্ঞাপন। এর একটি মানিগ্রামের অন্যটি আর্টিসান এর ৩০ শতাংশ ছাড়ে পাঞ্জাবি বিক্রির। এখান থেকে তিনি ইনকাম করবেন আর মাঠে খারাপ পারফরম্যান্স করে সমালোচিত হবেন না, তাতো হতে পারে না।
২০২২ সালে লিটনের পারফর্ম ছিল দুর্দান্ত। সবমিলিয়ে সব সংস্করণে বাবর আজমের পর ছিল তার সেরা সংগ্রহ। যে কারণে বিএসজেএ ও বিএসপিএ এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও পান। ওই ছন্দটা ধরে রাখতে ব্যর্থ হন। অবশ্য এ নতুন কিছু নয়। ব্যাটিংয়ে তিনি ধারাবাহিক নন। ওয়ানডেতে ৫ সেঞ্চুরি করলেও তার গড় মাত্র ৩১.২৫। শুন্যতে আউট হয়েছেন ১৪ বার। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া শূন্যতে বাড় পড়েন তৃতীয় ওয়ানডে থেকে। দলেও রাখা হয়নি তাকে। পাঠিয়ে দেয়া হয় ঢাকায়। সিরিজ চলাকালে যা বিরল ঘটনা। এরপর টেস্টে ফিরলেও প্রথম ম্যাচে সমালোচনার শিকার হন দলের দুঃসময়ে প্রথম বলে ডাউন দ্য ট্রাকে মারতে গিয়ে আউট হয়ে। অথচ ৪১ টেস্টে তার রয়েছে তিনটি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরি। গড় ৩৫.১৫। বিসিবি সভাপতিকেও বলতে শুনা যায়, ‘ওর বিশ্রাম দরকার। তাকে আরো বিশ্রাম দেয়া দরকার। ওয়ানডের পর তাকে টেস্টে ফেরানো ঠিক হয়নি।’
এবারের বিপিএলে লিটন দাসের সেরা ২৭.৯২ গড়ে ৩৯১ রান। অথচ সেরা ছয়ে থাকা বাকি ৫ ক্রিকেটারের গড় ৩১ এর বেশি। আন্তর্জাতিক টি-২০তে লিটনের গড় ২৩.৭০। ২০২১ টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বাজে পারফরম্যান্স লিটনের। একটা প্রতিষ্ঠান তো ঘোষণাই দেয় ম্যাচে লিটন যত রান করবে ৩৩ শতাংশ ছাড় দেয়া হবে।

গত বিশ্বকাপের আগে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। সহ-অধিনায়ক লিটন দায়িত্ব পান ভারপ্রাপ্ত অধিনায়কের। প্রথম সংবাদ সম্মেলনেই মেজাজ হারান। পরে স্বাভাবিক হয়ে জানতে চাওয়া হয় অধিনায়কত্ব কি চাপ হয়ে গেল কি না। তখন বলেছিলেন, ‘না না চিল আছি।’
পরে অবশ্য বিশ্বকাপের দায়িত্ব দেয়া হয় সাকিবকে। সহ-অধিনায়ক থেকে সরিয়ে লিটনের পরিবর্তে দায়িত্ব দেয়া হয় নাজমুল হোসেন শান্তকে। তাতেই হতে পারে মানসিক বিমর্ষতা। উপর ভালো কথা বললেও মানসিক ভার সামলাতে পারেননি লিটন। এ জন্যই পুনেতে সাংবাদিকদের উপর ঝাল মেটান। হোটেলের সিকিউরিটির কাছে অভিযোগ করে লবি থেকে বের করে দেয়া হয় সংবাদকর্মীদের। সমালোচনার ঝড় উঠলে ক্ষমা চেয়ে কোনোমতে বাঁচেন। এর আগে ২০১৭ সালে সিলেটে বিপিএল চলার সময় লিটনের হাতে আঁকা ট্যাটু দেখিয়ে একজন জানতে চান কোথা থেকে করিয়েছেন। লিটন ঝাঁকি দিয়ে হাত সরিয়ে বলেন, ‘গায়ে হাত দিচ্ছেন কেন?’ এসব কারণে মিডিয়াকেও প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন লিটন।
গত বিশ্বকাপ চলার সময় সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দুবার ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন লিটন দাস। দ্বিতীয়বার তার ছুটি নেয়াটা মানতে পারেনি বোর্ড। তার উপর বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে সিরিজ খেলতে চাননি লিটন। ছুটিও চেয়েছেন। অবশেষে উপায়ন্তর না দেখে শান্তর হাতেই দেয়া হয় নেতৃত্বের ভার। লিটনকে এক মাসের ছুটি দিয়ে জালাল ইউনুস জানিয়েছিলেন, কোনো ক্রিকেটার যদি নিজ থেকে বলে খেলবো না, তাকে জোর করে জাতীয় দলে খেলাতে পারবেন না। পেশাদারিত্বটা হৃদয় থেকে আসতে হবে।’
নানা কারণে কিছুটা বিরক্তও বিসিবি। তবে লিটনের মধ্যে নেই কোন অনুশোচনা। ধারাবাহিক পারফরম্যান্সের জন্য যে অধ্যাবসায় সেটির দেখা মিলছে না। যেমনটি দেখা যায় মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব-তামিমের মাঝে। একা একা অনুশিলন কিংবা কোন কোচের শরণাপন্ন হওয়া। চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে তার ব্যাট যদি রানের ফোয়ারা ছুটাতে না পারে তাহলে সমাপ্তি ঘটতে পারে একটি অধ্যায়ের।

 


আরো সংবাদ



premium cement
বোয়ালমারীতে ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ কক্সবাজারে ডাকাত-র‍্যাব গোলাগুলি, কৃষক নিহত টুকুর সাজার প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র সাময়িক বরখাস্ত পেকুয়ায় হিট স্ট্রোকে একজনেরর মৃত্যু স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হুমজা ইউসুফের পদত্যাগ মঙ্গলবারও বাড়বে তাপমাত্রা, অসহনীয় হবে গরম ইতিহাসের উষ্ণতম এপ্রিল দেখল মিয়ানমার আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে উদ্বিগ্ন ইসরাইলি কর্মকর্তারা নোয়াখালীতে হিট স্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু ভূমি সেক্টরে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে ভূমিমন্ত্রীর নির্দেশ

সকল