২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আর্জেন্টিনার প্রথম ম্যাচ কানাডার সাথে

-

কোপা আমেরিকায় অতিথি দলের খেলাটা পুরনো নিয়ম। ফলে দক্ষিণ আমেরিকার বাইরের দেশগুলো নিত্য এই আসরে খেলে। এবার সেই তালিকার দেশ কানাডা। মহাদেশের বাইরের অন্য দলগুলো হলো- কোস্টারিকা, যুক্তরাষ্ট্র, পানামা, জ্যামাইকা, মেক্সিকো। কানাডা অবশ্য কোয়ালিফাই করেই এবারের কোপা আমেরিকায় খেলার যোগ্যতা অর্জন করেছে। আর তাদের প্রথম ম্যাচই চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। কনকাকাফ নেশন্স লিগ ছিল এবারের কোপা আমেরিকার বাছাই পর্ব। এতে কোপায় খেলতে প্লে-অফে লড়তে হয়েছিল উত্তর আমেরিকার দেশ কানাডাকে। যারা গত বিশ্বকাপে অংশ নিয়েছিল। ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ত্রিনিদাদ টোবাগোকে ২-০ গোলে হারিয়ে তাদের এই ছাড়পত্র পাওয়া। ফলে ২০ জুন থেকে যুক্তরাষ্ট্্ের শুরু হওয়া আসরের প্রথম ম্যাচেই তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে আর্জেন্টিনাকে। লিওনেল মেসিদের এবার শিরোপা ধরে রাখার মিশন। ১৪ জুলাই পর্যন্ত মার্কিন মুল্লুকের ১৪ শহরে হবে এবারের দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই।


আরো সংবাদ



premium cement