২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কমনওয়েলথ গেমসে মালয়েশিয়ার না

-

এখনো অনিশ্চিত ২০২৬ কমনওয়েলথ গেমস। হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়। তবে খরচের কথা বিবেচনায় এনে সরে দাঁড়িয়েছে তারা। এরপর এই অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট এগিয়ে আসার কথা শোনালেও পরে পিছুটান দেয়। গোল্ডকোস্ট ২০১৮ সালের কমনওয়েথ গেমসের হোস্ট ছিল। ২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েথল গেমস হলেও এখন ২০২৬ এর ভেনু পাওয়া যাচ্ছে না। সর্বশেষ মালয়েশিয়াকে বলা হয়েছিল দুই বছর পরের এই গেমস আয়োজন করতে। কিন্তু তারাও শেষ পর্যন্ত সময় স্বল্পতা এবং খরচের কথা উল্লেখ করে সরে পড়ে। বার্মিংহাম এবং দক্ষিণ আফ্রিকার ডারবানকে বলা হলেও তাদেরও অসম্মতি। এতে অনিশ্চিতই হয়ে গেছে ২০২৬ এর কমনওয়েলথ গেমস।
এ দিকে ২০৩০ সালের কমনওয়েথ গেমসের ভেনু নিয়েও শঙ্কা আছে। কানাডার আলবার্টার এই আসরের হোস্ট হওয়ার কথা থাকলেও তারাও মাত্রাতিরিক্ত খরচের কথা উল্লেখ করে সরে পড়ে।


আরো সংবাদ



premium cement