মুশফিকের অনুপ্রেরণা রাবাদা
- ক্রীড়া প্রতিবেদক
- ০৯ জুন ২০২৩, ০০:০৫
সবশেষ জাতীয় ক্রিকেট লিগে বাজিমাত করেছেন মুশফিক হাসান। অসাধারণ পারফরম্যান্সে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছেন এই পেসার। দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত মুশফিক। নিজ দেশের পেসারদের কাছ থেকে প্রেরণা নিয়ে সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদাকে অনুসরণ করে ছুটতে চান তিনি। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভালো করতে পারেননি মুশফিক। ‘এ’ দলের সিরিজেও আহামরী পারফরম্যান্স করতে পারেননি। এবারের এনসিএলে ৬ ম্যাচে ২৫ উইকেট নিয়ে আলো ছড়ান তিনি। সঠিক জায়গায় নিয়মিত বোলিং করতে পারায় মুশফিককে নেয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। রংপুর বিভাগের হয়ে দারুণ গতিতে বোলিং করতে দেখা গেছে তাকে। দারুণ গতির পাশাপাশি মাঝে মধ্যে স্কিডও করে মুশফিকের বলে।
সাম্প্রতিক সময়ে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, শরিফুল ইসলামদের প্রত্যেকেই ক্রমাগত শাণিত করছেন নিজেদের। নিজ দলের পেসারদের অনুপ্রেরণা মানেন মুশফিক।
আর বিশ্ব ক্রিকেটে মুশফিকের অনুপ্রেরণা রাবাদা। বিশ্ব ক্রিকেটে নিজের আইডল প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মুশফিক বলেন, ‘এখন আমি প্রেরণা পাই বাংলাদেশের পেস বোলারদের থেকে। আমি অনুসরণ করি রাবাদাকে।’
২০১৮ সালে লালমনিরহাটে দ্বিতীয় বিভাগ ক্রিকেট শুরু করেন মুশফিক। এরপর বিভাগীয় কোচের নজরে পড়ে ঢুকে যান বয়সভিত্তিক দলে। তার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েও রেখেছেন সামর্থ্যরে ছাপ। সাফল্যের পথে এক পা করেই এগিয়েছেন তিনি। গত বছর প্রথম শ্রেণীতে অভিষেক, এরপর ‘এ’ দলের হয়েও সুযোগ পেয়ে চিনিয়েছেন নিজের জাত। প্রথম শ্রেণীতে তার বোলিংয়ের কারণেই জাতীয় দলে সুযোগ মিলেছে তার, বিশ্বাস মুশফিকের। তিনি আরো বলেন, ‘আমি মনে করি, প্রথম শ্রেণীর ম্যাচ অনেক ভালো খেলেছি। ওখানে ভালো খেলার সুবাদেই হয়তো আমাকে ডাকা হয়েছে টেস্ট দলে।’
জাতীয় দলে ডাক পাওয়ার পর গতকালই প্রথম ক্যাম্পে যোগ দিয়েছেন মুশফিক। ক্যাম্পে তাকে স্বাগত জানিয়েছেন টেস্ট দলপতি সাকিব আল হাসান। সাকিবের সাথে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের ড্রেসিংরুমও ভাগাভাগি করেছেন মুশফিক। তাই তো তার প্রস্তুতিটাও শুরু হয়েছে অনেক আগের থেকে, ‘ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি (ঢাকা লিগে)। অনেক হেল্প করছে। মানে ওই রকম ভাবে কথা হয়নি। যখন মাঠে খেলছিলাম, তখন বুঝিয়ে দিয়েছে এটি করো, ওটা করো। জিজ্ঞাসা করতেছি, সুন্দরভাবে উত্তর দিয়েছে। পেস আক্রমণ দিয়ে ভয় ধরাতে চাই ব্যাটারদের।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা