২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

৬ দল নিয়ে সুপার কাপ

-

বাফুফের পেশাদার লিগ কমিটি আগে থেকেই ক্যালেন্ডারে রেখেছিল সুপার কাপকে। বন্ধ হয়ে যাওয়া সেই সুপার কাপই ফের আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্পন্সর পাওয়া গেলে ২-১৩ এপ্রিল হবে বিশাল প্রাইজমানির এই টুর্নামেন্ট। আর এই আসরের চূড়ান্ত পর্বে খেলবে বিপিএলের ছয়টি দল। সর্বশেষ লিগের টেবিলের প্রথম চার দল খেলবে সরাসরি চূড়ান্ত পর্বে। বাকি দুই দল আসবে অবশিষ্ট সাত দলের বাছাই পর্ব থেকে। জানান বাফুফে সেক্রেটারি আবু নাঈম সোহাগ। গত লিগের চতুর্থ দল সাইফ স্পোর্টিং ক্লাব ফুটবল থেকে সরে যাওয়ায় তাদের স্থানে খেলবে মোহামেডান।
১৪ ও ২৮ ফেব্রুয়ারি হবে এই বাছাই পর্ব। সাতটি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। একটি দল বাই পাবে। ১৪ তারিখে ছয় দল তিনটি ম্যাচ খেলবে। সেখান থেকে জয়ী তিনটি দল বাই পাওয়া অপর দলের সাথে ২৮ তারিখে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে খেলবে। চার দলের এই দুই ম্যাচের জয়ী দল দু’টি কোয়ালিফাই করবে চূড়ান্ত পর্বে। যেহেতু বঙ্গবন্ধু স্টেডিয়াম এখনো খেলার উপযোগী হয়নি তাই এই আসরের সব ম্যাচই হবে অন্য ভেনুতে, যা ঠিক হবে পরে।


আরো সংবাদ



premium cement