০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


পারবেন কি রিচার্লিসন?

-

জোড়া গোলে কাতার বিশ্বকাপ শুরু। পরের ম্যাচে মাঠ থেকে তাকে তুলে নেয়া। তৃতীয় ম্যাচে কোচ তিতে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের মাঠে সুযোগ দেয়ায় খেলাই হয়নি। তবে চতুর্থ ম্যাচে এসে ফের গোল। বলা হচ্ছে ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসন সম্পর্কে। তিন ম্যাচে তিন গোল করে ইংলিশ লিগের ক্লাব টটেনহ্যামের এই ফুটবলার এখন কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে। তার সামনে এখন শুধুই কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের এই স্ট্র্াইকার ৪ খেলায় ৫ গোল দিয়ে সবার উপরে। কিন্তু রিচার্লিসনের পক্ষে কি সম্ভব হবে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট জেতা। কারণ গত ২০ বছর ধরে কোনো ব্রাজিলিয়ান জিততে পারেনি এই পুরস্কার।
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সবচেয়ে বেশি ১৫ গোল রোনালদো নাজারিও’র। ১৬টি গোল করে সবার উপরে জার্মানির মিরোস্লাভ ক্লোসে। ১৯৯৮ থেকে ২০০৬ এই তিন বিশ্বকাপে গোলগুলো করেন রোনালদো। এই স্ট্রাইকার সর্বশেষ ব্রাজিলিয়ান হিসেবে সর্বোচ্চ গোলদাতা হন ২০০২ জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে। সেবার তার করা গোল ছিল ৮টি। এরপর আরো কোনো ব্রাজিলিয়ান দখল করতে পারেনি এই কৃতিত্ব। আর সেলেসাওদের জেতাও হয়নি ট্রফি। ৩ গোল করা রিচার্লিসনের সামনে এখন ফের আরেক ব্রাজিলিয়ান হিসেবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ। ব্রাজিলকে এখন চ্যাম্পিয়ন হতে আরো তিন ম্যাচ জিততে হবে। রিচার্লিসনের সামনেও সমান সংখ্যক ম্যাচ। তার পক্ষে কি পাওয়া সম্ভব এই খেতাব। মাথার চুলে সাদা রং করা এই ফুটবলারকে প্রথমে লড়তে হচ্ছে এমবাপ্পের সাথে। এর পর তার ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের রামোস গনসালো, ইংল্যান্ডের বুয়াকো সাকা, মার্কুস রাশফোর্ড, ফ্রান্সের অলিভার জিরুড এবং নেদারল্যান্ডসের কোডি গাপকো। প্রত্যেকেরই গোল তিনটি করে। তবে সবার এই রেসে থাকার সুযোগ নেই। ফাইনালের আগে যে দল হারবে তাদের সাথে রেসে থাকা এই ফুটবলারদের মিশনও শেষ হয়ে যাবে। নিজেদের প্রথম ম্যাচে জোড়া গোল করে প্রথমে এই লড়াইয়ে থাকার ইঙ্গিত দেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া এবং ইরানের মেহদি তারেমি। কাতারের বিপক্ষে জোড়া গোল করেন ভ্যালেন্সিয়া। এরপর নেদারল্যান্ডসের জালেও বল পাঠান। তবে দল গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় তার গোল সংখ্যাও বাড়েনি। তিনেই থেমে যান তিনি। ইরানের তারেমির দুই গোল ছিল ইংল্যান্ডের বিপক্ষে। পরের দুই ম্যাচে ব্যর্থ তিনি জালের সন্ধান পেতে। একই সাথে ইরানও গ্রুপ পর্ব উৎরাতে না পারায় আর গোল পাওয়া হয়নি পোর্তোতে খেলা এই স্ট্রাইকারের। দুই গোল দিয়ে নিজেদের আশা ক্ষীণই দেখছেন আর্জেন্টিনার জুুলিয়ান আলভারেজ, পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লিয়াও এবং ক্রোয়েশিয়ার আন্দ্রেস কামারিচ। ২০১৮ সালে ব্রাজিল সিনিয়র দলে ডাক পাওয়া রিচার্লিসন ২০২০( ২০২১ এ অনুষ্ঠিত) এর অলিম্পিক গেমসে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান। করেছিলেন ৫ গোল। দলও জয় করে স্বর্ণ। ব্রাজিল জার্সিতে তার করা গোল ৪১ ম্যাচে ২০টি। ইংলিশ লিগে এভারটনের জার্সিতে ১৪৫ ম্যাচে ৪৩ গোল করে এবার যোগ দেন টটেনহ্যামে। তবে নতুন ক্লাবে ১০ ম্যাচে গোলশূন্য তিনি।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল