১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


টেইলরের ভাষায় কিউই ক্রিকেট বর্ণবাদী

-

নিউজিল্যান্ড ক্রিকেটকে ‘বর্ণবাদী’ অ্যাখ্যা দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার রস টেইলর। তার মতে, নিউজিল্যান্ডে ক্রিকেট সাদা লোকের খেলা। নিজের অটোবায়োগ্রাফি ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এ এমনই অভিযোগ এনেছেন চলতি বছরের এপ্রিলে ক্রিকেটকে বিদায় বলা এই ব্যাটার।
তাকেই ইন্ডিয়ান বা মাউরি ভাবা হতো বলেও উল্লেখ করেছেন তিনি, ক্যারিয়ারের অধিকাংশ সময়ই বাদামি রঙের কারণে আমাকে ভিন্নভাবে দেখা হয়েছে। এখানে ক্রিকেট বলতে গেলে হোয়াইটদের খেলা; যে কারণে পলিনেশিয়ানদের ক্রিকেটে প্রতিনিধিত্ব কম। রঙের কারণে আমাকে অনেক সময় মাউরি বা ইন্ডিয়ান মনে করা হতো।
নিউজিল্যান্ড হেরাল্ডে প্রকাশিত টেইলরের লেখায় আরো উঠে এসেছে, তাকে নিয়ে ড্রেসিংরুমে বিদ্রƒপ করা হতো। তিনি সামোয়ান উত্তরাধিকারী মায়ের থেকে নাকি বাবার থেকে এসেছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে উল্লেখ করেছেন সাবেক মিডল অর্ডার এই ব্যাটার।


আরো সংবাদ



premium cement

সকল