০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


সাকিবের বিশ্বরেকর্ড

বল সীমানার বাইরে পাঠাচ্ছেন সাকিব। গত পরশু ডোমিনিকায় টি-২০ ম্যাচে : এএফপি -

ক্রিকেটে অনেক প্রথমের জন্ম সাকিব আল হাসানের হাত ধরে। বাংলাদেশের গর্ব এবার গড়লেন আরেকটি বড় রেকর্ড। রেকর্ড নয় শুধু, বিশ্বরেকর্ড। গত পরশু রোববার ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০তে এই ফরম্যাটে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। অলরাউন্ডার হিসেবে তাই তিনি কিংবদন্তিদের কাতারে।
টি-২০ ক্রিকেটে ১০০ উইকেটের ক্লাবে তো ঢুকেছেন আরো আগে। এবার ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে দুই হাজার রান এবং ১০০ উইকেট নেয়ার কীর্তি দেখিয়েছেন তিনি। পরশু ডোমেনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-২০তে দলকে জেতাতে পারেননি। তবে সাকিবের ব্যাটেই ম্যাচে যা একটু লড়াই করেছে বাংলাদেশ। তার ৫২ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসের সময়ই হয়েছে এই রেকর্ড। ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাকয়কে ছক্কা হাঁকিয়ে দুই হাজার রানে পা রাখেন সাকিব। এর আগে বল হাতেও একটি উইকেট নেন সাকিব। সবমিলিয়ে ৯৮ টি-২০ ম্যাচ খেলে বিশ্বসেরা অলরাউন্ডারের নামের পাশে এখন ২০০৫ রান, উইকেট ১২০টি। এর আগে ১০০ উইকেট এবং এক হাজার রানের ‘ডাবল’ গড়া ইতিহাসের প্রথম ক্রিকেটারও ছিলেন সাকিব।
এবারের ক্যারিবীয় দ্বীপ সফরে ব্যাট হাতে রান পেয়েই যাচ্ছেন এই বাংলাদেশী টেস্ট অধিনায়ক। এন্টিয়ায় অনুষ্ঠিত প্রথম টেস্টে তার জোড়া ফিফটি। প্রথম টি-২০তে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। আর পরশু দ্বিতীয় টি-২০তে ফের ফিফটি। ক’দিন পরপরই ছুটি না নিলে হয়তো তার ব্যাটে যেমন নিয়মিত রান আসত তেমনি তার ঘূর্ণিতেও উইকেট পড়ত টপাটপ। এই ছুটির জন্যই এবারের সিরিজে ওয়ানডে খেলা হচ্ছে না তার।


আরো সংবাদ



premium cement
জামালপুরে অ্যাজেন্টদের মারধরের অভিযোগ, আহত ৩ ট্রাম্পের সাথে যা ঘটেছিল পর্ন তারকা স্টর্মির মধ্য বয়স থেকে যে অভ্যাসগুলো আপনার আয়ু বাড়াবে শাল্লায় ২ চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ, কারাগারে ৪ পররাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের এফসিডিও'র ইন্দো-প্যাসিফিক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ রাফায় ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে : রাশিয়া মিরসরাইয়ে জাল ভোট, ৩ নির্বাচনী কর্মকর্তা আটক উপজেলা নির্বাচনের কেন্দ্রগুলো খাঁ খাঁ করছে : মেজর হাফিজ হজযাত্রীদের জীবন আল্লাহর রাস্তায় উজাড় করে দিতে হবে : জামায়াত আমির ডলারের দাম ৭ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় নির্বাচনে আটক ৩, প্যানেল চেয়ারম্যানের কারাদণ্ড

সকল