২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ব্রেন্টফোর্ডকে হারিয়ে শীর্ষে চেলসি

-

নিজেদের হতভাগা ভাবতেই পারে ব্রেন্টফোর্ড। ৭৪ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ফেরা দলটির দু’টি প্রচেষ্টা লাগল পোস্টে। তাদের আক্রমণের ঝাপটা সামলে কোনো মতে ৩ পয়েন্ট নিয়ে ফিরল চেলসি। ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে জিতে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে টমাস টুখেলের দল। ব্যবধান গড়ে দেয়া গোলটি করেন বেন চিলওয়েল।
আন্তর্জাতিক বিরতি থেকে ক্লাব ফুটবল মাঠে ফিরলেও ভাগ্য ফিরল না ম্যানচেস্টার ইউনাইটেডের। পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উলে গুনার সুলশারের দলকে হারিয়ে দিলো লেস্টার সিটি। নগর প্রতিদ্বন্দ্বীদের হতাশার দিনে জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি। লেস্টারের মাঠে ম্যাচটি ৪-২ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচজুড়ে নিজের ছায়া হয়ে ছিলেন দলটির সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে লেস্টারের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি হারল টানা তিন ম্যাচ, সবগুলোই চলতি বছর। ইতিহাদ স্টেডিয়ামে বার্নলির বিপক্ষে ২-০ গোলে জিতেছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। লিগে টানা তিন ম্যাচে জয়হীন রইল ইউনাইটেড; যার দু’টিতেই তারা পেল হারের তেতো স্বাদ। এ দিকে রবের্ত ফিরমিনোর হ্যাটট্রিকে লিবারপুল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ওয়াটফোর্ডকে।
ঘরের মাঠে ২২ মিনিটে ম্যাচে নিজেদের প্রথম শটেই এগিয়ে যেতে পারত ব্রেন্টফোর্ড, কিন্তু বাঁধ সাধে ওই পোস্ট। আট গজ দূর থেকে ফরাসি ফরোয়ার্ড ব্রায়ান এমবিউমোর শট পোস্টে লাগে। পরক্ষণে চেলসির রোমেলু লুকাকু জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। ৩৭ মিনিটে ভালো পজিশনে বল পেয়ে উড়িয়ে মেরে হতাশ করেন টিমো ভেরনার। প্রথমার্ধের শেষ মিনিটে দারুণ নৈপুণ্যে একমাত্র গোলটি করেন চিলওয়েল। ডি-বক্সে আলগা বল পেয়ে বাঁ পায়ের জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ২৪ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডার। এ গোলেই জয় নিশ্চিত হয়ে যায় দ্য ব্লুজের।
আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে চেলসির পয়েন্ট হলো ১৯। সমান ম্যাচে লিভারপুল ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে।
বার্নলির বিপক্ষে ২-০ গোলে জেতা শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে। ১৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে ম্যানইউ।

 


আরো সংবাদ



premium cement