২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মুক্তারকে অনুমতি অপেক্ষায় নাসির

-

আবুধাবিতে টি-টেন লিগে খেলার সুযোগ পেয়েছিলেন ৬ বাংলাদেশী। কিন্তু জাতীয় দলের পরিকল্পনায় এদের নাম থাকায় মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসানদের লিগে খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে মুক্তার আলীকে এরই মধ্যে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছে বিসিবি। অন্য দিকে কিছু দিনের মধ্যেই অনাপত্তি পত্রের জন্য আবেদন করবেন নাসির হোসেন।
এ দিকে ১০ জানুয়ারি লাহোরে হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। গত মঙ্গলবার এই প্লেয়ার্স ড্রাফটের জন্য খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট আয়োজকরা। প্লেয়ার্স ড্রাফটে সর্বোচ্চ পর্যায়ের প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশ দলের বাঁ হাতি পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ থেকে শুধু তাকেই রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে সর্বমোট ২৫ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। প্লাটিনাম ক্যাটাগরিতে ক্রিস গেইল, এভিন লুইস, রশিদ খানদের মতো টি-টোয়েন্টি তারকাদের সাথে আছেন মোস্তাফিজ। ড্রাফটের আগে নিজেদের মধ্যকার ট্রেড সম্পন্ন করবে দলগুলো।

 


আরো সংবাদ



premium cement