০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ম্যানসিটির হারের দিনে জুভেন্টাসের জয়

-

ঠিকানা পাল্টালেও হোসে মরিনহো আর পেপ গার্দিওলার মধ্যকার চিরচেনা দ্বৈরথে কোনো পরিবর্তন আসেনি। প্রিমিয়ার লিগে দুই কোচের লড়াইয়ে অসাধারণ ফুটবলের প্রদর্শনী করে ২-০ গোলে জিতেছে মরিনহোর টটেনহ্যাম হটস্পার। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ২০১৪ সালের আগস্টের পর পয়েন্ট টেবিলের শীর্ষেও ওঠার স্বাদ পেয়েছে তারা। ব্রুনো ফার্নান্দেসের সফল স্পট কিকে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোল হারিয়েছে ওয়েস্ট ব্রুমকে। ঘরের মাঠে অ্যাস্টন ভিলা ২-০ গোলে পরাজিত হয়েছে ব্রাইটনের কাছে। সিরি-আ’তে ক্রিশ্চিয়ানো রোনালদো জোড়া গোলে জুভেন্টাস ২-০ গোলে হারায় কাগলিয়ারিকে। ম্যাচের ৩৮ ও ৪২ মিনিটে গোল দু’টি করেন পর্তুগিজ উইঙ্গার। এ দিকে বুন্দেসলিগায় আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখকে ১-১ গোলে রুখে দিয়েছে ব্রেমেন। চলতি মৌসুমে দ্বিতীয়বার পয়েন্ট হারানো বায়ার্নের হয়ে গোলটি করেন কিংসলে কোমান। বেশির ভাগ সময় বল দখলে রাখা বায়ার্ন প্রথমার্ধে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি। তৈরি করতে পারেনি তেমন ভালো কোনো সুযোগও বরং প্রতি আক্রমণে ভীতি ছড়িয়েছে সফরকারীরা।
অন্য দিকে ম্যাচের ৫ মিনিটে সন হিউং মিনের গোলে এগিয়ে শুরু স্পার্সদের। ৬৫ মিনিটে তেমনই এক সুযোগে টটেনহ্যামের জয়টাকে আরো সহজ করে দেন লো সেলসো। এই জয়ের পর ৯ ম্যাচ ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে টটেনহ্যাম। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এগারোতে নেমে গেছে সিটি।


আরো সংবাদ



premium cement