২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আগে ডিপিএল চান ক্রিকেটাররা

-

শ্রীলঙ্কা সিরিজ পিছিয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। নিউজিল্যান্ড আশা জাগিয়েছে আগামী বছর মার্চে সিরিজ খেলবে বলে। পাকিস্তান বিপক্ষে স্থগিত হওয়া ম্যাচগুলোও এ বছর খেলার কোনো সম্ভবনা নেই। ওয়েস্ট ইন্ডিজ দলকে আমন্ত্রণ জানানো হতে পারে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে। বছর শেষ হতে এখনো তিন মাস বাকি। আশাহত সব ক্রিকেটার। কী করবেন তারা এই সময়টাতে। যে কারণে ঘরোয়া লিগের প্রতি আকর্ষণ বাড়ছে সব ক্রিকেটারের।
সব ক্রিকেটারের মতো আশাহত সৌম্য সরকারও। টাইগার বাহিনীর আরো সদস্যদের মতো মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্য (শ্রীলঙ্কা সিরিজ স্থগিত) শুনে মন খারাপ সৌম্যের। তবে নতুন আশাও দেখছেন। ঘরোয়া ক্রিকেট শুরুর কথা বলেছেন বিসিবি সভাপতি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) আবার মাঠে গড়াতে পারে শুনে সৌম্য বেশ খুশি। তিনি বলেন, ‘শুনলাম একটি করপোরেট ক্রিকেট লিগ হতে পারে। তা না হলে জাতীয় দল, এইচপি ও অনূর্ধ্ব-১৯ নিয়ে একটি টুর্নামেন্ট হতে পারে। তবে আমার মনে হয় ডিপিএল শুরু হলে বেশ ভালো হয়। কত ক্রিকেটারের যে জীবন চলে এই লিগ দিয়ে। জানি না শেষ পর্যন্ত হবে কি না। তবে মুখিয়ে আছি লিগের জন্য।’
সৌম্যের মতো অপেক্ষায় রুবেল হোসেন, সাদমান ইসলাম অনিকরাও। জাতীয় দলের পেসার রুবেল জানালেন, মাঠের খেলায় ফিরতে না পেরে তার কোনো কিছুই ভালো লাগছে না। ক্রিকেট খেলেই সংসার চলে। তাই বেশি দিন খেলা বন্ধ থাকলে তাদের আয়ের পথও বন্ধ হয়ে যাবে। দীর্ঘ দিন মাঠে খেলার অভ্যাসের কারণে দীর্ঘ বিরতিটা অস্বস্তিকর লাগছে। রুবেল বলেন, ‘হতাশা তো লাগছেই। আশায় ছিলাম মাঠে খেলতে পারব। সফরে গেলে হয়তো আক্ষেপটা দূর হতো। হয়নি বলে বসে থাকব তা-ও না। শুনেছি, ঘরোয়া ক্রিকেট ফেরানোর ভাবনা আছে। অন্তত মাঠে খেলতে পারব।’
স্থগিত হওয়া ডিপিএল শুরুর করার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। এ নিয়ে রুবেল বলেন, ‘দেখেন, আমরা বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটারদের প্রথম লক্ষ্য আন্তর্জাতিক ম্যাচে খেলা। যদি সামনে কোনো সিরিজ থাকে আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে থাকি। এবারো নিচ্ছিলাম। কিন্তু এখন সে সুযোগ নেই। তবে নিজেদের যোগ্যতা প্রমাণের আরেকটি জায়গা হলো ঘরোয়া ক্রিকেট। ডিপিএল শুরু হলে নিজেদের পারফরম্যান্স দিয়ে প্রমাণ করতে পারবো যে ফিট আছি। এ ছাড়াও রুটি-রুজিরও একটা বিষয় আছে।’
জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম অনিক মুখিয়ে ছিলেন মাঠে খেলার জন্য। করোনার সময়ে ইনজুরির সাথে লড়াই করেছেন। ব্যাটিং করার সুযোগ ছিল না। তবে জাতীয় দলের ক্যাম্পে এসে আশায় ছিলেন ফিট হয়ে মাঠে ফেরার। অপেক্ষা আরো লম্বা হচ্ছে বলে খারাপ লাগছে সাদমানের। ‘শ্রীলঙ্কায় যেতে পারলে অবশ্যই ভালো হতো। একেবারে প্রতিযোগিতামূলক ক্রিকেটের চ্যালেঞ্জ নিয়ে ফিরতে পারতাম। তবে এখনো ভালো হয়েছে আমরা আরো বেশি প্রস্তুতি নিতে পারব।’ ঘরোয়া ক্রিকেট নিয়ে বলেন, ‘ঘরোয়া ক্রিকেট হলে সেখানে নিজেদের ফিটনেস যেমন বাড়াতে পারব। তেমনি প্রমাণ করতে পারব ম্যাচ ফিটনেস ঠিক আছে। জাতীয় দলের কার্যক্রমের বাইরে ঘরোয়া ক্রিকেট শুরু হলে ভালো হয়। বিশেষ করে ডিপিএল হলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারব। আত্মবিশ্বাস জোগাবে।’

 


আরো সংবাদ



premium cement
শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫ চৌগাছায় সিদ কেটে স্বর্ণের দোকানে চুরি দুর্নীতির মামলায় কৃষিমন্ত্রীকে আটক করল ইউক্রেন মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা দেবীগঞ্জে হিট স্ট্রোকে প্রাইভেটকার চালকের মৃত্যু চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস

সকল