২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শান-বাবরে স্বস্তি পাকিস্তানের

হাফ সেঞ্চুরি করার পর পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম : টুইটার -

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে শুরুর ধাক্কা সামলে পাকিস্তানকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে ওপেনার শান মাসুদ ও বাবর আজমের তৃতীয় উইকেট জুটি। গতকাল টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশনে বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১২১ রান। বাবর আজম তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।
করোনাভাইরাসের উপদ্রপের পর প্রথমবারের মতো খেলতে নেমে গতকাল টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী; কিন্তু দলীয় ৩৬ রানে সফরকারীদের প্রথম ধাক্কাটা দেন ইংলিশ পেসার জোফরা আর্চার। ওপেনার আবিদ আলী ব্যক্তিগত ১৬ রানে বোল্ড হয়ে ফিরে যান। এরপর টেস্ট অধিনায়ক আজহার আলী এসেও সুবিধা করতে পারেননি। রানের খাতা খোলার আগেই ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ছয় বল খেলে। দলীয় রান তখন ৪৩। তবে এরপর আরেক ওপেনার শান মাসুদের সাথে বাবর আজমের জুটিতে কিছু স্বস্তি পায় পাকিস্তান। ৪১ ওভার ১ বল খেলা হওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়। চা বিরতির আগ পর্যন্ত আর খেলা হয়নি। ততক্ষণ পর্যন্ত ভালোই লড়াই চালিয়ে যাচ্ছিল এই জুটি। বাবর ব্যক্তিগত ৫২ ও শান মাসুদ ৪৫ রানে ব্যাট করছিলেন।


আরো সংবাদ



premium cement