০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


সরকারের নির্দেশনা মেনে চলুন : রানা

-

দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। তবে এই সংক্রমণে আক্রান্তদের সুস্থ করে তুলতে সর্বাত্মক কাজ করছে চিকিৎসক-নার্সরা। হাসপাতালের বাইরে এই ভাইরাসের বিপক্ষে লড়ছে আইনশৃঙ্খলা বাহিনী-স্বেচ্ছাসেবক ও বিত্তশালীরা। এর মধ্যেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানালেন বাংলাদেশ ফুটবল দলের গোলরক্ষক আশরাফুল রানা। এশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি এশিয়ার ফুটবলারদের নিয়ে শুরু করা ‘ব্রেক দি চেইন’ ক্যাম্পেইনের মাধ্যমে বার্তা দিয়েছেন রানা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় রানা বলেন, ‘দয়া করে সবাই বাড়িতে থাকুন। কোভিড-১৯ রোধে অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমাদের সরকারের দেয়া নির্দেশনা মেনে চলুন। আপনার হাত নিয়মিত সাবান দিয়ে ধুবেন এবং বাড়িতে থাকুন। শিকল ভাঙতে আসুন আমরা নিজেদের কাজটা করি।’ এই ক্যাম্পেইনে অংশ নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপুও।


আরো সংবাদ



premium cement