২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


চালকের আসনে ইংল্যান্ড

-

জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় লিড নিতে যাচ্ছে সফরকারী ইংল্যান্ড। তৃতীয় দিন ব্যাট করতে নেমে ইংলিশ পেসার মার্ক উডের তোপে পড়ে ১৮৩ রানেই প্রথম ইনিংস থামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন কুইন্টন ডি কক। ইংল্যান্ডের হয়ে মার্ক উড নেন পাঁচটি উইকেট। কিন্তু স্বাগতিকদের ফলোঅন না করিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৩৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান। জো রুট ১৬ ও বেন স্টোকস ৯ রান নিয়ে ব্যাট করছেন। ফলে দুই ইনিংস মিলিয়ে ইতোমধ্যেই ৩২৩ রানের লিড পেয়ে গেছে ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ইংলিশদের সংগ্রহ ছিল ৪০০ রান। অল্পতেই প্রোটিয়াদের গুটিয়ে দিয়ে প্রথম ইনিংস থেকে ২১৭ রানের লিড পেয়েছিল তারা। চার টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। এই টেস্টে জয় কিংবা ড্র করতে পারলেই সিরিজ যাবে ইংলিশদের ঘরে। অন্য দিকে সিরিজে হার এড়াতে জয় ছাড়া বিকল্প পথ নেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকার।


আরো সংবাদ



premium cement