০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


কমাতেই হবে বিদেশী ফুটবলার

বুরুন্ডি : পাঁচ চান্স, গোল তিনটি; বাংলাদেশ : আট চান্স, গোল শূন্য
-

আবারো ব্যর্থ বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিজেদের আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপে টানা তৃতীয়বারের মতো ফাইনালে দর্শক তারা। এবার তাদের সামনে দারুণ সুযোগ ছিল ফাইনালে খেলার। কিন্তু গোল মিস আর ডিফেন্সের ভুলে সেমিতে হার বুরুন্ডির কাছে। রক্ষণভাগ ভুলে পা দিলেও ফরোয়ার্ডরা যেসব গোলের চান্স পেয়েছিল সেগুলোর অর্ধেক পরিমাণ জালে গেলেই জয়ে মাঠ ছাড়তো জেমি ডে বাহিনী। অথচ ৮/১০টি চান্সের একটিও জালে পাঠাতে পারেননি সুফিল, সাদ, ইব্রাহিম, জামাল ও রাফিরা। জামাল ভূঁইয়া মিডফিল্ডার। ডিফেন্ডার রাফির দায়িত্ব হলো ফ্রি-কিক বা কর্নারের সময় হেডে গিয়ে গোল করা। এটা তাদের বাড়তি কাজ। তবে যাদের মূল কাজ গোল করা তারা ব্যর্থ। তা তারা হবেনই। ঘরোয়া ফুটবলে তারা স্ট্রাইকার পরিচয় হারিয়েছেন আরও আগেই। খেলছেন কেউ খেলছেন উইং ব্যাকে। কেউ বা মিডফিল্ডে। বাফুফের বিদেশী বৃদ্ধি নীতি আর ক্লাব কোচদের বিদেশী স্ট্রাইকারের প্রতি আস্থাই দেশী স্ট্রাইকারদের আসল পরিচয় ভুলিয়ে দিয়েছে। যার জের টানতে হচ্ছে জাতীয় দলকে। তাই বিদেশী ফুটবলার কমানোর দাবি। কোচ জেমি ডেও তা স্পষ্ট করে বললেন। তবে বাফুফে সভাপতি বরাবরের মতোই বলছেন, দেশীদের নিজ যোগ্যতা বলে টপকাতে হবে বিদেশীদের।
এবার শুধু বুরুন্ডির কাছে গোলের মিসের খেসারতে হারই নয়। চলমান বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে জিততে না পারা, কাতারের বিপক্ষে দুর্দান্ত খেলেও হার নিয়ে মাঠ ছাড়া সবই ফরোয়ার্ডদের গোল মিসের খেসারত। এদের সুযোগ হয় না ক্লাব ফুটবলে স্ট্রাইকার পজিশনে খেলার। যেখানে খেলে তারা গোলের অভ্যাস তৈরি করবে, ভুল ভ্রান্তি শুধরে নেবে, এরই ধারাক্রমে জাতীয় দলে গোল পাবে, লাল-সবুজদের শেষ হাসি হবে ম্যাচেÑ এটাই স্বাভাবিক। কিন্তু তারা যদি খেলারই সুযোগ না পান তাহলে গোলের অভ্যাস কিভাবে জন্মাবে তাদের মধ্যে। কোচ জেমি ডে পরশু সেমিতে হারের পর এই ক্ষোভই ঝাড়লেন ভদ্রচিত উত্তেজিত কণ্ঠে।
কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে বাংলাদেশ সাতটি গোলের চান্স মিস করে। চারটি বল ডিফেন্ডাররা সেভ করেন গোললাইন থেকে। কাতারি গোলরক্ষকের দৃঢ়তাও বল জালে যেতে দেয়নি। পরশু বুরুন্ডির কিপার আইমে ফালিসের প্রতিরোধ চারবার বাংলাদেশকে বঞ্চিত করে গোল উৎসব থেকে। দু’টি প্রচেষ্টা প্রতিহত হয় পোস্ট আর ক্রসবারে।
পোস্টের নিচে গোলরক্ষক থাকবেন, পোস্টে ফাইবারের দণ্ড থাকবে, এর পরও গোল করতে হবে এর ফাঁক গলেই। তবে এ জন্য যে ব্যাসিক শিক্ষা দরকার তা অনুপস্থিত দেশী স্ট্রাইকারদের মধ্যে। যে কারণে হাফ আর ফুল মিলে ১০-১২টি চান্স থেকেও একটি গোল করতে পারেনি বাংলাদেশ। অন্য দিকে বুরুন্ডি পাঁচটি সুযোগ পেয়ে তিনটিই জালে পাঠায়। এটা তাদের গোল করার দক্ষতা। যা তারা শিখে এসেছে ক্লাব আর অ্যাকাডেমি থেকে। বাংলাদেশ এই অ্যাকামেডিক শিক্ষাই পাচ্ছে না উঠতি ফুটবলারেরা।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল