৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


জবাব দেবেন মাশরাফি!

-

সমালোচনার জবাব মাশরাফি পারফরম্যান্স প্রদর্শনেই দেবেন বলেই বিশ্বাস করেন বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
বিশ্বকাপে টাইগারদের তিন ম্যাচে অধিনায়ক মাশরাফির নৈপুণ্য জন্ম দিয়েছে তুমুল সমালোচনার। ২১ ওভার বল করে তিনি ১৪৯ রান দিয়েছেন। উইকেট শিকার একটি। বল হাতে মাত্র তিন ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্সের ব্যর্থতায় মাশরাফির সমালোচনাকে বাড়াবাড়ি ও সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেছেন কোর্টনি ওয়ালশ। টনটনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা জানি মাশরাফি একজন ফাইটার। তার সামান্য ফিটনেস সমস্যা রয়েছে। এর পরও চমৎকার কয়েকটি স্পেল উপহার দিয়েছেন। সামনে থেকে তিনি দেশকে নেতৃত্ব দিতে অভ্যস্ত। তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছোনোর সময় এখনো আসেনি।’ বিশ্বকাপ সূচনার আগে টাইগারদের কাছে আকাশচুম্বী প্রত্যাশা না করার জন্য ভক্তদের আহ্বান করেন মাশরাফি। তবে উদ্বোধনী খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় রাতারাতিই পাল্টা দিয়েছে পুরো সমীকরণ। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও সর্বমহলে প্রশংসিত হয় টাইগারদের লড়াকু নৈপুণ্য। পরপর দুই ম্যাচের অসাধারণ ক্রিকেট টাইগার ভক্তদের প্রত্যাশা বহুগুণেই বাড়িয়ে দিয়েছে। কিন্তু তৃতীয় খেলায় মাঠে নেমেই সূচনা বাংলাদেশের হতাশার। ইংল্যান্ডের বিপক্ষে অসহায়ের মতোই হেরেছে লাল-সবুজ পতাকার প্রতিনিধিরা। টাইগারদের ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয়োৎসব ইংলিশদের। বৃষ্টি ভেস্তে দেয় লঙ্কার বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ম্যাচ।
আজ টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচেই মাশরাফির পুরনো ফর্ম পুনরুদ্ধারের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন কোর্টনি ওয়ালশ। মূলত বিশ্বকাপের অন্য দুই পেসার মুস্তাফিজ ও সাইফুদ্দিনের চেয়ে ওভারপ্রতি কম রান খরচ করেছেন টাইগার অধিনায়ক। তার ইকোনমি রেট ৭ দশমিক ৯ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ ওভার বোলিং করে উইকেটশূন্য থেকে যান মাশরাফি। তবে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের রান উৎসবের খেলায় ১০ ওভারে ৬৮ রান দেন টাইগার অধিনায়ক। এর মধ্যে নিজের দশম ওভারে ১৮ রান খরচের যন্ত্রণা হজম করতে হয় মাশরাফিকে। এর পরও টাইগারদের মধ্যে কম রান দেয়ায় দিক থেকে দ্বিতীয় সফল বোলার হিসেবে ইনিংস শেষ করেন নড়াইল এক্সপ্রেস। কোর্টনি ওয়ালশ বলেন, ‘ভক্ত শুধু জয়ই দেখতে চান। যদিও ক্রিকেট শুধু জয় সর্বস্ব ক্রীড়া নয়। আমরা দুই ম্যাচে হেরেছি। অন্য খেলা বৃষ্টিতে ভেস্তে গেছে। কিছু জায়গায় উন্নতি করতে পারলে বাংলাদেশ দলের গভীরতা আবারো ভক্তদের উপলদ্ধিতে আসবে। কয়েকদিন বাড়তি বিশ্রামের সুযোগ হয়েছে মাশরাফির। আমি নিশ্চিত আগামী ম্যাচে নতুন ম্যাশের দেখা মিলবে।’


আরো সংবাদ



premium cement