২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


আরো এক বছরের জন্য বাংলাদেশের কোচ জেমি ডে

-

তার অধীনেই ধুকতে থাকা বাংলাদেশ দল আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এশিয়ান গেমসে দ্বিতীয় রাউন্ডে খেলা, কাতারকে হারানো, সাফে দুই ম্যাচে জয়। প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে জয় এবং সর্বশেষ এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে অসাধারণ ম্যাচ উপহার। এর পুরষ্কার স্বরূপ ইংলিশ কোচ জেমি ডে’র সাথে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাফুফে। গতকাল এই তথ্য জানান বাফুফের সহসভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়াল। ফলে আগামী বছরের মে মাস পর্যন্ত থাকছেন জেমি ডে। সাথে তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসও। ওয়াটকিস পাশাপাশি অনূর্ধ্ব-১৬ অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন। এছাড়া লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য গোলরক্ষক কোচ রবার্ট অ্যান্ড্রু মিমস এবং ফিজিও সিমন জেমসমেল্টবেকে দায়িত্ব দেয়া হয়েছে। এরা পরে অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের সাথে স্বল্প সময়ের জন্য যোগ হবেন।


আরো সংবাদ



premium cement