০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


সাইফের সেঞ্চুরি : দোলেশ্বরের জয়

-

আগের ম্যাচে করেছিলেন ১০২ রান। সেটি ছাড়িয়ে গতকাল সাইফ হাসান খেললেন লিস্ট ‘এ’ ক্যারিয়ার সেরা অপরাজিত ১৩২ রানের আরেকটি দারুণ ইনিংস। তার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৭ উইকেটে হারিয়েছে দোলেশ্বর। আগে ব্যাট করতে নেমে খেলাঘর ৯ উইকেটে ২৫৭ রান করলে দোলেশ্বর সেটি পেরিয়ে যায় ২০ বল বাকি থাকতে।
প্রাইম দোলেশ্বরের এটি চতুর্থ জয়। পঞ্চম রাউন্ড শেষে চার দলের ৪টি করে জয়ে সমান ৮ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় আবাহনী শীর্ষে, প্রাইম ব্যাংক দুইয়ে, দোলেশ্বর তিনে ও লিজেন্ডস অব রূপগঞ্জ চারে আছে। চতুর্থ হারের স্বাদ পাওয়া খেলাঘর ১২ দলের মধ্যে আছে ১১তম স্থানে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ২৫ রানে রবিউল ইসলাম রবির উইকেট হারায় খেলাঘর। দ্বিতীয় উইকেটে সাদিকুর রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কন গড়েন ১০১ রানের বড় জুটি। সাদিকুর ৬১ বলে ৭ চারে ৫৮ করে ফিরলে ভাঙে এ জুটি। অঙ্কন ৭০ বলে ফিফটি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার দ্বিতীয় সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন। কিন্তু সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতে ফরহাদ রেজার বলে সাদ নাসিমকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১০৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৮৬ রানের ইনিংসটি সাজান।
৪১ ওভারে ২০০ পেরিয়েছিল খেলাঘর। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট পড়লে ইনিংসটা বড় হয়নি। পরের ব্যাটসম্যানদের মধ্যে অশোক মেনারিয়া ও মইনুল ইসলামের ব্যাট থেকে আসে সমান ২১ রান। বল হাতে ফরহাদ রেজা ৩টি, আবু জায়েদ রাহী ও সৈকত আলী ২টি করে এবং আরাফাত সানী একটি উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় সাইফের সঙ্গে ৩৩ রানের উদ্বোধনী জুটি গড়ে ফেরেন সৈকত (১৪)। দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসানের (২৪) সঙ্গে ৬১ ও তৃতীয় উইকেটে মার্শাল আইয়ুবের (৪০) সঙ্গে ৭৮ রানের দুটি পঞ্চাশোর্ধ্ব জুটিতে দলকে এগিয়ে নেন সাইফ। চতুর্থ উইকেটে সাদ নাসিমের সঙ্গে ৫৯ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দোলেশ্বরকে জয়ের বন্দরেও পৌঁছে দেন তিনি। এর মাঝেই তিনি লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ১১৭ বলে। ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান ১৩৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১৩২ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরাও তিনি। পাকিস্তানি ব্যাটসম্যান সাদ ২৬ বলে ৪ চারে করেন ৩৪।

 


আরো সংবাদ



premium cement
প্যারিসে গুলিতে একজন নিহত, বেশ ক’জন আহত ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ফেনীতে চাঁদা না পেয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ বর্তমান সরকার অন্যের দ্বারা নিয়ন্ত্রিত : কর্নেল অলি গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিয়ের এক সপ্তাহের মাথায় দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী গোবিন্দগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২ টানা ৮ দফা কমার পর আবার বাড়লো স্বর্ণের দাম সুন্দরবনে ২ কিলোমিটার জুড়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সকল