২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


শাস্তি কমলো ৩ ফুটবলারের

-

ফেডারেশর কাপের ফাইনালে মারামারি করার জন্য ম্যাচে নিষিদ্ধ হওয়া ফুটবলাদের শাস্তি কমেছে। ফ্লাইং কিক এবং লাথি, ঘুষিতে লিপ্ত হওয়ার জন্য বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাকে ৮ ম্যাচ এবং স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ ও ঢাকা আবাহনীর ডিফেন্ডার মামুন মিয়াকে ছয় ম্যাচ নিষিদ্ধ করে ডিসিপ্লিনারি কমিটি। তাদের আপিলের পরিপ্রেক্ষিতে গতকাল আপিল কমিটি শাস্তি কমায় এই তিন ফুটবলারের। এখন সুশান্ত ৮ ম্যাচের বদলে ছয় ম্যাচ নিষিদ্ধ। সবুজ ও মামুন মিয়া ছয় খেলার বদলে পাঁচ ম্যাচ তাদের দলের হয়ে খেলতে পারবেন না। তবে সুশান্তকে এক লাখ এবং সবুজ ও মামুন মিয়াকে অর্থ দণ্ডের ৫০ হাজার টাকা ঠিকই দিতে হবে। উল্লেখ্য, স্বাধীনতা কাপে ইতোমধ্যে দু’টি করে ম্যাচ শেষ করে ফেলেছে বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী। ফলে তারা এখন নিজ নিজ ক্লাবের হয়ে বাকি চার ও তিন ম্যাচ নিষিদ্ধ থাকবেন। অর্থাৎ এই স্বাধীনতা কাপে তাদের খেলার কোনো সুযোগ নেই। এ দিকে ঢাকা আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের দুই ম্যাচ নিষিদ্ধের শাস্তি ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। তাই তার আপিল গ্রহণযোগ্য হয়নি।

 


আরো সংবাদ



premium cement