০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ব্যালন ডি’অর নিয়ে চিন্তিত নন মড্রিচ

-

ব্যালন ডি’অর খেতাব পাওয়া নিয়ে চিন্তিত নন রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার তারকা স্ট্রাইকার লুকা মড্রিচ। তার মতে, এই খেতাব না পেলেও দারুণ একটি বছর কাটাতে পেরেছেন তিনি।
রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব পাইয়ে দেয়া এবং নিজ দেশ ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিয়ে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দেয়ার কারণে এবারের ব্যালন ডি’অর খেতাব পাওয়ার জন্য ফেভারিটের তালিকায় রয়েছেন ৩৩ বছর বয়সী মড্রিচ। ইতোমধ্যে গত সেপ্টেম্বরে ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব লাভ করা এই ফুটবল তারকা বলেছেন, ব্যালন ডি’অর খেতাব নিয়ে তিনি ভীত নন।
গত রোববার নেশন্স লিগে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে পরাজিত হওয়ার পর ক্রোয়েশিয়ার এই ফুটবল তারকা বলেন, ‘আমি বলেছি গতবার আমি ফুটবলের শ্রেষ্ঠত্বের খেতাবে ভূষিত হয়েছি। এবার যদি সেটি ঘটে তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। যদি না পাই, তাতেও আমার কিছু যায়-আসে না। বছরটি আমার দারুণ কেটেছে। এটিই বড় ব্যাপার।’

 


আরো সংবাদ



premium cement