৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


প্রিমিয়ার হ্যান্ডবল লিগ আজ শুরু

-

চার বছর বিরতির পর আজ ফের মাঠে গড়াচ্ছে কিউট হ্যান্ডবল প্রিমিয়ার লিগ। অংশ নিচ্ছে ২০১৪ সালের চ্যাম্পিয়ন নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব, রানার্সআপ প্রাইম স্পোর্টিং ক্লাব, মেরিনার ইয়াংস ক্লাব, আরামবাগ ক্রীড়া সঙ্ঘ, মেনজিস ক্রীড়া চক্র, বাংলা ক্লাব, সূর্যোদয় কেসি, ভিক্টোরিয়া এসসি, ওল্ড আইডিয়ালস ও প্রথম বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা কোয়ান্টাম ফাউন্ডেশন।
টুর্নামেন্ট কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, সিঙ্গেল লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে ১০টি দল পরস্পরকে মোকাবেলা করবে। বিভিন্ন কারণে গত কয়েকটি বছর প্রিমিয়ার লিগ করতে ব্যর্থ হয়েছি। এখন থেকে প্রতি বছরই হবে ইনশা আল্লাহ। এবারের লিগে দুইটি দলের অবনমন হবে এবং প্রথম বিভাগ থেকে দুইটি দল প্রিমিয়ারে উঠবে।’
উদ্বোধনী দিনে বেলা ১১টায় প্রতিদ্বন্দ্বিতা করবে নারিন্দা প্রগতি বয়েজ- কোয়ান্টাম, ১২টা ৩০ মিটিটে প্রাইম স্পোর্টিং-ওল্ড আইডিয়ালস, ২টায় মেরিনার-ভিক্টোরিয়া, ৩টা ৩০ মিনিটে মেনজিস-বাংলা ক্লাব ও ৫টায় আরামবাগ-সূর্যোদয়। প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি থাকবেন কিউটের চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহম্মেদ চপল।

 


আরো সংবাদ



premium cement