০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

মা পাখি ও ছানারা

-

কয়েক দিন হলো ঘুঘু পাখির ছানারা একটু করে উড়ার চেষ্টা করছে। এখনো তেমন পারে না। মা পাখি খাবার সংগ্রহ করতে যাওয়ার আগে ছানাদের সাবধান করে গেল কেউ বাসা ছেড়ে কোথাও যাবে না। ওই বাড়িতে একটা দুষ্টু বিড়াল আছে। কোনোভাবে তোমাদেরকে দেখলে রক্ষা নাই। আর কিছুতেই ওই বাড়ির উঠোনে যাবে না। ছানারা মায়ের কথা মনোযোগ দিয়ে শুনল। আর মায়ের কথায় সায় দিলো।
এদিকে সকাল গড়িয়ে দুপুর হলো। মা পাখির কোনো খবর নাই। ছানাদের ভীষণ খিদে পেয়েছে। তারা আর অপেক্ষা করতে পারছিল না। তাই উড়তে চেষ্টা করল তিনটি ছানাই। তারা ওই পাশের বাড়ির উঠোনে খাবার দেখতে পেল। খিদের জন্য মায়ের কথা তারা ভুলে গেল।
যেই না ছানারা খাবার খেতে উঠোনে নেমে এলো। দুষ্টু বিড়াল তেড়ে এলো তাদের খেতে। পাখির ছানারা ভয়ে ঠিকমতো উড়তে পারছিল না। হঠাৎ একটা মা মুরগি তেড়ে এলো বিড়ালটিকে ঠোকর দিতে। মা মুরগি তার বাচ্চাদের নিয়ে উঠোনেই ছিল। বিড়ালটি মুরগির ভয়ে পালিয়ে গেল।
এর মধ্যে মা পাখি ছানাদের বাসায় না পেয়ে খুঁজতে খুঁজতে উঠোনের পেয়ারার গাছে থেকে দেখতে পেল ছানাদের। মা মুরগি পাখির ছানাদের কীভাবে রক্ষা করল তা দেখল। ঘুঘু পাখিকে দেখে মা মুরগি সরে গেল। ঘুঘু পাখি ছানাদের তার সাথে নিয়ে গেল।
বাসায় ফিরে মা পাখি ছানাদের বলল, আর কখনো মায়ের কথা অবাধ্য হবে না। মায়ের কথা না শুনলে বিপদে পড়তে হবে। যত দিন নিজের থেকে ভালো করে উড়তে না পারো আমার কথা শুনবে। তোমরাও একদিন স্বাধীনভাবে উড়তে পারবে। তখন নিজের ভালো নিজে বুঝতে পারবে।


আরো সংবাদ



premium cement
পীরগাছায় শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলেন দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবন্ধন পাচ্ছে আরো ২৯ দেশী পর্যবেক্ষক সংস্থা গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৬০০০ রাজধানীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুম থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার ইসরাইলের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহত জোটের প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে নোয়াখালীতে ৭ জুয়াড়ি গ্রেফতার গাজায় ইসরাইলি সৈন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে ডায়রিয়াসহ নানা রোগ বিরোধীদলের নেতৃবৃন্দকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিষয়ে যা বললেন আমিরে জামায়াত মধুপুরে মা-ছেলে ও ছেলের বউসহ ৪ জনকে গাছে বেঁধে নির্যাতন

সকল