Naya Diganta

মা পাখি ও ছানারা

কয়েক দিন হলো ঘুঘু পাখির ছানারা একটু করে উড়ার চেষ্টা করছে। এখনো তেমন পারে না। মা পাখি খাবার সংগ্রহ করতে যাওয়ার আগে ছানাদের সাবধান করে গেল কেউ বাসা ছেড়ে কোথাও যাবে না। ওই বাড়িতে একটা দুষ্টু বিড়াল আছে। কোনোভাবে তোমাদেরকে দেখলে রক্ষা নাই। আর কিছুতেই ওই বাড়ির উঠোনে যাবে না। ছানারা মায়ের কথা মনোযোগ দিয়ে শুনল। আর মায়ের কথায় সায় দিলো।
এদিকে সকাল গড়িয়ে দুপুর হলো। মা পাখির কোনো খবর নাই। ছানাদের ভীষণ খিদে পেয়েছে। তারা আর অপেক্ষা করতে পারছিল না। তাই উড়তে চেষ্টা করল তিনটি ছানাই। তারা ওই পাশের বাড়ির উঠোনে খাবার দেখতে পেল। খিদের জন্য মায়ের কথা তারা ভুলে গেল।
যেই না ছানারা খাবার খেতে উঠোনে নেমে এলো। দুষ্টু বিড়াল তেড়ে এলো তাদের খেতে। পাখির ছানারা ভয়ে ঠিকমতো উড়তে পারছিল না। হঠাৎ একটা মা মুরগি তেড়ে এলো বিড়ালটিকে ঠোকর দিতে। মা মুরগি তার বাচ্চাদের নিয়ে উঠোনেই ছিল। বিড়ালটি মুরগির ভয়ে পালিয়ে গেল।
এর মধ্যে মা পাখি ছানাদের বাসায় না পেয়ে খুঁজতে খুঁজতে উঠোনের পেয়ারার গাছে থেকে দেখতে পেল ছানাদের। মা মুরগি পাখির ছানাদের কীভাবে রক্ষা করল তা দেখল। ঘুঘু পাখিকে দেখে মা মুরগি সরে গেল। ঘুঘু পাখি ছানাদের তার সাথে নিয়ে গেল।
বাসায় ফিরে মা পাখি ছানাদের বলল, আর কখনো মায়ের কথা অবাধ্য হবে না। মায়ের কথা না শুনলে বিপদে পড়তে হবে। যত দিন নিজের থেকে ভালো করে উড়তে না পারো আমার কথা শুনবে। তোমরাও একদিন স্বাধীনভাবে উড়তে পারবে। তখন নিজের ভালো নিজে বুঝতে পারবে।