মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার
- মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
- ০১ মে ২০২৪, ২১:৪৯
বাগেরহাটের মোরেলগঞ্জে মজিবর রহমান হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের গলায় ফাঁস লাগানো ও অর্ধ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১২টার দিকে পুলিশ ওই বৃদ্ধের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঢুলিগাতি গ্রামের জিয়াউর রহমান নামে এক ব্যক্তির বাড়ির বাগান থেকে লাশটি উদ্ধার করে।
মজিবর ওই গ্রামের মোবারক আলী হাওলাদারের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন বলে তার ছেলে জাহিদুল ইসলাম জানান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদা আক্তারসহ প্রত্যক্ষদর্শীরা জানায়, মজিবর রহমান পশ্চিম ঢুলিগাতী জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে গাছের সাথে তার নিজের লুঙ্গিতে ফাঁস লাগানো ঝুলন্ত লাশ পাওয়া যায়। গাছের সাথে গলায় ফাঁস লাগানো থাকলেও মজিবর রহমানকে হাটুতে ভর করা অবস্থায় (অর্ধ ঝুলন্ত) পাওয়া গেছে। তার গোপনাঙ্গ ও পায়ের নখ থেকে রক্ত ঝরছিল।
এ বিষয়ে মজিবর রহমানের পরিবারের সদস্যরা কিছু বলতে রাজি হয়নি। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, মজিবর রহমানের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা নাকি হত্যা, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল পাঠানো হয়েছে বলেও জানান ওসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা