০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


বন্যা

-


সিলেট জুড়ে পানির বন্যা
ভেসে যাচ্ছে পুতুল কন্যা
বাঁচার উপায় নাই,
উঠলো পানি বসত ঘরে
বুড়ো দাদু গেল মরে
মাটি দিতে চাই!

কোথায় পাবো খোঁজে মাটি
করা যায় না হাঁটাহাঁটি
কান্নায় ভাসে বুক,
না খেয়ে যে বেঁচে আছি
মৃত্যু বুঝি কাছাকাছি
মনে নাই যে সুখ।

চোখের সামনে ভাসছে শত
নানান রোগে ভুগছে যত
গরু, শিশু, ঘর!
থাকার জায়গা কোথায় পাবো
ভিটামাটি ছেড়ে যাবো
আপন মানুষ পর!

দূর হলো না বানের পানি
থামছে না যে একটুখানি
বাড়ছে ক্রমে সেই,
হায়রে মানুষ মরছে কত
দূরের কাছের প্রিয় যত
মনে শান্তি নেই!


আরো সংবাদ



premium cement