০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


তুমি তো আসো না

-


অঝোর ধারায় বৃষ্টি ঝরছে, তোমার আশায়,
আশায় বসতি ভেবে নদী তাই সাগরে হারায়।
পাখিরা পালকে জল ঝেড়ে মুছে নীড়ে ফিরে যায়,
মেঘ বৃষ্টিতে তুমি তো আসো না আমার ঘরে।

আলো আঁধারিতে সূর্য খেলছে বর কনে খেলা
তুমি কি দেখোনি? তবুও তোমার এতো হেলাফেলা?
আমার আকাশে তোমাকেই খুঁজি ধূসর ছায়ায়;
বৃথা আয়োজন তুমি তো আসোনি আমার ডেরায়!

পাখিরা ডানায় জল ঝেড়ে মুছে নীড়ে ফিরে যায়,
শূন্য ডেরায় হাহাকার বাড়ে বেলা অবেলায়।

জলের নূপুরে জলতরঙ্গ হয়ে তুমি এলে
মেঘবালিকারা খুলবে বসন নৃত্যের ছলে।
মেঘ বৃষ্টিতে যদি আসো তুমি মেঘের ভেলায়
জোনাকির দল জ্বালবে প্রদীপ ঘন সন্ধ্যায়।

শত আয়োজন তোমাকেই ডাকে আয় ফিরে আয়
মেঘ: বৃষ্টিতে তুমি তো আসো না আমার ডেরায়।

 


আরো সংবাদ



premium cement