০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ফুল ও খুকি

-

লাল লাল কত ফুল গাছ ভরে আছে
তাই দেখে ছোট খুকি খুব খুব নাচে।
দাদু হাসে দাদী হাসে আরো হাসে মায়
ছোট পাখি গাছে বসে মিটমিটিয়ে চায়।

ফুল তুলে মালা গেঁথে পরে খুকি গলে
চোখ মুখ ভার করে দাদী খুব জ্বলে।
গাছ থেকে ফুল নিয়ে লাল করে খোঁপা,
চুল নেই তাই খুকি রাঙা করে চোপা।

হাট থেকে বাবা আনে ইয়া বড় চুল,
সেই চুলে খুকি গুঁজে লাল গাঁদা ফুল।
কি দারুণ লাগে তার তাই মুখে হাসি
দাদু আর দাদী মিলে হাসে পাশাপাশি।

ফুল খুকি খুশি হলে হাসে বাড়ি ঘর,
খুকি রোজ ফুল তুলে সারা দিনভর।
সাজি আর ডালা নিয়ে সারা দিন ছুটে
তাই বুঝি ফুলগাছে রোজ ফুল ফোটে।

 


আরো সংবাদ



premium cement