১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


অনন্তের অঙ্কুরোদগম

-


মুহূর্তের বীজ থেকে
মুহূর্তেই জন্ম নেয়
অনন্তের ফল,
ভ্রমর প্রহর ওড়ে
ব্রহ্মাণ্ডের মোড়ে মোড়ে
অখণ্ড অটল।

আমি সেই বীজ বুকে
লোক থেকে লোকান্তরে
তোমাকে খুঁজেছি
তোমার অক্ষয় বুকে
মুহূর্তের মূর্ত বীজ
নিজেকে বুনেছি।

দম শুরু দম
দম শুধু দম
মুহূর্তে মুহূর্তে দম,
অঙ্গে অঙ্গে
অনন্তের
অঙ্কুরোদগম।

 


আরো সংবাদ



premium cement