২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


রক্তে ভেজা স্বাধীনতা

-

স্বাধীনতা তোমার শব্দ গুলোয় কেন জানি
রক্ত মাখা থাকে
যুগে যুগে।
তোমার উচ্চারণে রক্তের নদী বয়
দিগন্ত বিস্তৃত আকাশও কেবলই রক্তিম।
রক্তের ছোপে বিধবার শাদা শাড়ি বিধ্বস্ত।
স্বাধীনতা তোমার মিছিলে রক্তের ছোপ।
আকণ্ঠ রক্তে ভেজা উচ্চারণ।
গায়ের জামা কি অসম্ভব লাল কৃষ্ণচূড়া।
এভাবেই চলে রক্তের দ্রোহ

শুধু তোমাকে পাবার জন্য
চিরকালই রক্তের নদী বয়ে যায়।
অথচ সবাই কি তোমাকে পায়?
আজীবন সাধনার পরেও পায় না।
রক্তের ঝরনাধারায়ও দেখা দাও না।
অধরা হয়েই থাকো অনেক মজলুমের হৃদয়ে।


আরো সংবাদ



premium cement