৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


আবদুল কাদের আরাফাতের গুচ্ছ কবিতা রূপান্তর

-

ঝিঁ ঝিঁ পোকার ডাকে উদাস উদাস ভাব ভর করেছে মনে
লোডশেডিংয়ের সাথে লড়াই করে ঘুম পরাজিত,
বাইরে বেরিয়ে এলাম খালি পায়ে
চাঁদের স্নিগ্ধ পরশে স্নান করছে ধরণী ।
বহুদিন ধরে জমতে থাকা মনের মরিচা
মুছে ফেলে চকচকে হতে ইচ্ছে করছে খুব
নয়ন জুড়ানো আভায়
শ্যামবর্ণের হাত উজ্জ্বলতার আবরণে ঢেকেছে ।
প্রশান্ত চিত্তে আকাশ পানে তাকিয়ে
ছোটবেলার সেই তারা গুনার দুষ্টুমিতে হারিয়ে গেলাম,
খানিকটা বিস্মিতÑ
অন্ধকার রজনীতে যে তারকা উজ্জ্বলতায় ধরা দেয় খালি চোখে
চাঁদের আলোয় সেগুলো অনেকটা নি¯প্রভ ।
নিজকে কেন জানি মিটিমিটি জ্বলতে থাকা তারা মনে হচ্ছে
একই উজ্জ্বলতা, অথচ কখনো দিপ্তীময়
কখনো কোনো মতে নিজের অস্তিত্বের জানান দেয়া ।

কিছুই শূন্য থাকে না

ব্লক লিস্টের শিকল পরানোর আগে
যেদিন শেষবারের মতো বলেছিলেÑ
যোগাযোগ করার চেষ্টা করো না কখনো,
বিশ্বাস করোÑ আমার পৃথিবী তখন ভীষণ ঝাপসা,
তোমার শূন্যতা পূরণ হওয়ার নয় বলেই
প্লাবন নেমে এসেছিল দু’চোখে ।
অথচ ঠকতে ঠকতে ঠিকই শিখে নিয়েছি
কিছুই শূন্য থাকে না অনন্তকালের পথ চেয়ে,
এই যেমন তপ্ত বায়ুর ঊর্ধ্বগমনে সৃষ্ট শূন্যতা পূরণে
প্রবল বেগে ছুটে আসে ক্রমশ ভারী আর ঠাণ্ডা বাতাস,
কিংবা দিনভর শূন্য পড়ে থাকার পর স্বচ্ছ বাক্স
যেমনি করে পূর্ণতার দিকে হেঁটে চলে ভোটের সন্ধ্যায় ।

এখন পুরাই স্বামী

মাস কয়েক বন্ধু ছিলাম
এখন পুরাই স্বামী,
বউয়ের এমন অভিযোগে
শীতের রাতেও ঘামি ।
মন বদলের হাওয়া নাকি
আমার গায়েও লাগছে
প্রেম প্রীতি আর ভালোবাসা
নিয়ম করে ভাগছে!
অভিযোগের এই মহড়ায়
চুপটি করে শুনো সই,
আগের মতোই আছি আমি
বুকে হাত দিয়ে কই ।

আয়োজন

তুমি আসবে বলে
শিমুল পলাশ হেসে উঠেছে রক্তিম আভায়,
হলদে গাঁদার সমাবেশ শুরু হয়েছে বারান্দার টবে
বসতঘরের আঙ্গিনায় ।
সুর মূর্র্ছনা ছড়ানোর প্রস্তুতি নিয়েছে সুকণ্ঠী কোকিল
বাক্সবন্দী হয়েছে শীতের তীব্রতা,
তোমার আগমনী বার্তা ছড়িয়ে দিতেই বুঝি এত আয়োজন।

 


আরো সংবাদ



premium cement

সকল