২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দেবীগঞ্জে রাস্তা সংস্কার করলেন জামায়াতের আমির

দেবীগঞ্জে রাস্তা সংস্কার করলেন জামায়াতের আমির - ছবি : নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জে দলীয় নেতাকর্মীদের নিয়ে দীর্ঘ দিন ধরে চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তা সংস্কার করলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার বসুনিয়া।

শুক্রবার (২২ মার্চ) বেলা ১১টায় উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শতাধিক নেতাকর্মীর স্বেচ্ছাশ্রমে সদর ইউনিয়নের অন্তর্গত খয়ের বাগানের ভেতর দিয়ে চলাচলের কাঁচা রাস্তাটি সংস্কার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খয়ের বাগানের মধ্যকার কাঁচা রাস্তাটি দেবীগঞ্জ সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চর তিস্তা পাড়া এবং পার্শ্ববর্তী টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিলাহাটি পাড়া এবং কামাত পাড়া এলাকার প্রায় দেড় হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা। দীর্ঘ দিন ধরে বালুভর্তি ট্রলি চলাচলের ফলে বিভিন্ন খানাখন্দে রাস্তাটির বেহাল দশা দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে কর্দমাক্ত এবং শুষ্ক মৌসুমে ধুলার কারণে চলাচলে বিঘ্ন ঘটে। এলাকাবাসী দীর্ঘ দিন ধরে কাঁচা এই রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়ে আসছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাঁচা রাস্তাটি সংস্কার করা হয়।

চিলাহাটি গ্রামের বাসিন্দা মো: মিজানুর রহমান বলেন,‘গত কয়েক বছর ধরে রাস্তাটি সংস্কারের কথা জনপ্রতিনিধিদের জানিয়ে আসছি। কিন্তু পার্শ্ববতী এলাকাগুলোর রাস্তা পাকা হলেও অদৃশ্য কারণে আমাদের এই রাস্তাটি সংস্কার করা হয় না। আজকে জামায়াতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এতে করে কিছুটা হলেও চলাচলের জন্য সুবিধা হবে।’

দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল বাশার বসুনিয়া বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামি রাজনীতিক দল। দীর্ঘ সময় ধরে এই রাস্তাটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই আজ শতাধিক জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে এই রাস্তাটি সংস্কার করা হয়। এর আগেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।’


আরো সংবাদ



premium cement
ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ চরমোনাই পীরের অসুস্থ ভাইকে দেখতে গেল জামায়াতের প্রতিনিধি দল ব্যাঙ্কিং খাতের অনিয়ম-দুর্নীতি আড়াল করতে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা গাজীপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ল নেপাল, সতর্ক সংকেত বাংলাদেশের জন্যও গুচ্ছ ভর্তি পরীক্ষা : ১ মে ‘এ' ইউনিটের ফল, ১ আগস্টে ক্লাস শুরু শায়েস্তাগঞ্জে নদীতে গোসলে নেমে এক ভাইয়ের মৃত্যু, নিখোঁজ আরেকজন রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক

সকল