২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


বিরামপুরে স্বতন্ত্র প্রার্থীরাই বেশি জয়ী

বিরামপুরে স্বতন্ত্র প্রার্থীরাই বেশি জয়ী - ছবি : সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদে তৃতীয় ধাপে রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নের ৩টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন, উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৮৭ ভোট।

২ নম্বর কাটলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইউনুস আলী নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ০৯৪ ভোট।

৩ নম্বর খানপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চিত্ত রঞ্জন পাহান নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোফাজ্জল হোসেন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩৪০ ভোট।

৪ নম্বর দিওড় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী হাফিজুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৫৬ ভোট। ৫ নম্বর বিনাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হুমায়ন কবির বাদসা আনারস প্রতীক নিয়ে ৭ হাজার ৪১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৬৯৫ ভোট।

৬ নম্বর জোতবানী ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক ঘোড়া প্রতীক নিয়ে ৮ হাজার ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী হাসুন চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৯৯৬ ভোট।

৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রহমত আলী নৌকা প্রতীকে ৩ হাজার ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১০১ ভোট।

এর আগে রোববার রাত সাড়ে ১০টায় বিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: মেরাজ হোসেন বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement