২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জলঢাকায় কোয়ারেন্টাইন না মানায় ৪ ব্যক্তিকে অর্থদণ্ড

জলঢাকায় কোয়ারেন্টাইন না মানায় ৪ ব্যক্তিকে অর্থদণ্ড - ছবি : সংগৃহিত

নীলফামারীর জলঢাকা উপজেলায় হোম কোয়ারেন্টাইন না মানায় ভারতফেরত ৪ প্রবাসীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস তাদেরকে এ জরিমানা করেন।

জানা গেছে, জলঢাকা পৌরসভার মাথাভাঙ্গা এলাকায় সম্প্রতি ভারত থেকে ৪ প্রবাসী দেশে ফিরে আসেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু বৃহস্পতিবার তারা কোয়ারেন্টাইনে না থেকে যেখানে সেখানে ঘোরাফেরা করলে এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান।

স্থানীয় প্রশাসন ঘটনার সত্যতা পেলে উত্তম কুমারকে ৮ হাজার, দ্বীপবাবু ও তার স্ত্রীকে ৬ হাজার টাকা, ফুলচাঁদকে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং ২৮ মার্চ পর্যন্ত তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করেন।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।


আরো সংবাদ



premium cement