০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ঈশ্বরদীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

ইসতিসকার নামাজ - প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে বৃষ্টি কামনায় সালাতুল ইসতিসকা আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ও উপজেলার সাহাপুর ইউনিয়নের শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা ওলামা মাসায়েকদের উদ্যোগে সকাল ১০টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সালাতুল ইসতিসকা আদায় করা হয়। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী সিদ্দিকিয়া কওমি মাদরাসার সাবেক মুহতামিম মুফতি মাওলানা আব্দুল হান্নান। ইসতিসকা সালাতের খুতবা পাঠ করেন ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি ওলিউল্লাহ।
এতে ঈশ্বরদী পৌর সভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুসহ সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত হন। এ সময় বিভিন্ন হিফজুল কুরআন মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

এদিন দুপুর আড়াইটায় উপজেলার সাহাপুর ইউনিয়নের শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে স্থানীয়দের উদ্যোগে সালাতুল ইসতিসকা আদায় হয়েছে। এতে ইমামতি, খুতবা পাঠ এবং দোয়া পরিচালনা করেন সাহাপুর মিস্ত্রিপাড়া বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা মাসুম বিল্লাহ।

এ সময় অনাবৃষ্টিতে তাপমাত্রা সহনশীলতার জন্য আল্লাহর কাছে বৃষ্টি কামনা করা হয়।


আরো সংবাদ



premium cement