২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


রাজশাহীতে সংশোধনের জন্য প্রবেশনে থাকা ৩৫ শিশুর মুক্তি

-

সংশোধনের জন্য প্রবেশনে থাকা ৩৫ শিশুর হাতে ফুল ও জাতীয় পতাকা দিয়ে তাদের চূড়ান্ত মুক্তি দিয়েছে রাজশাহীর শিশু আদালত-২। আর কোনো অপরাধে না জড়ানোর কারণে এসব শিশুকে মুক্তি দেয়া হয়।

সোমবার (২৫ মার্চ) দুপুরের দিকে আদালতে শিশুদের মামলাগুলোর দীর্ঘ চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। এরপর প্রবেশনে থাকাকালে যথাযথ নির্দেশনা অনুযায়ী সন্তোষজনক আচরণ করায় আদালতের বিচারক মুহা. হাসানুজ্জামান তাদের চূড়ান্ত মুক্তির আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিশুদের কারো বিরুদ্ধে মারামারির অভিযোগ ছিল, আবার কেউবা কারো শ্লীলতাহানি ঘটিয়েছিল। এছাড়া মাদক সেবন কিংবা পরিবহনেও জড়িয়ে পড়েছিল কেউ কেউ। আদালতে তাদের অভিযোগও প্রমাণ হয়। তবে শিশু বয়স বিবেচনায় তাদের কারাগারে না পাঠিয়ে প্রবেশনের মাধ্যমে সংশোধনের সুযোগ দেন আদালত। এজন্য বই পড়া, বাবা-মায়ের সাথে ভালো ব্যবহার করা, অভিযোগকারীর সাথে বিরোধ নিষ্পত্তিসহ বেশকিছু শর্তও জুড়ে দেয়া হয়েছিল।

রাজশাহী জেলা প্রবেশন কর্মকর্তা মো: মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, শিশু আইন-২০১৩ শিশুদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করেছে। এ আইনের ৪৮ ধারায় শিশুদের অপরাধের জন্য তাদের কারাগারে না পাঠিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ আছে। এ আইনের ৩৭ ধারায় অভিযুক্ত শিশু ও অভিযোগকারী পক্ষের সাথে আলোচনার সুযোগ রয়েছে প্রবেশন কর্মকর্তার। সে আইন অনুযায়ীই অভিযোগকারীর সাথে শিশুদের বিকল্প বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।

আদালত এ শিশুদের কারাগারে না পাঠিয়ে সংশোধনের জন্য প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে বিভিন্ন মেয়াদে প্রবেশন দিয়েছিলেন। বাড়িতে থেকে তাদের বই পড়া, বাবা-মায়ের সাথে সদাচরণ, একই অপরাধ আবার না করা কিংবা কোনো অপরাধেই না জড়ানোসহ বেশকিছু শর্ত দেয়া হয়েছিল। প্রবেশন কর্মকর্তা দুই মাস পর পর তাদের কার্যক্রমের ওপর আদালতে প্রতিবেদন দিয়েছেন। এমন তিনটি প্রতিবেদনের পর প্রবেশন কর্মকর্তা একটি চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিলেন। সে প্রতিবেদনের ওপর শুনানি শেষে শিশুদের চূড়ান্ত মুক্তি দেয়া হয়।

চূড়ান্ত মুক্তিপ্রাপ্ত শিশুরা কাঠগড়া থেকে বাইরে বের হওয়ার সময় আদালতের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন্নাহার মুক্তি ও জেলা প্রবেশন কর্মকর্তা মো: মনিরুজ্জামান প্রত্যেক শিশুর হাতে একটি করে গোলাপ ও রজনীগন্ধা ফুল তুলে উপহার দেন। এছাড়া তাদের একটি করে কাগজের তৈরি জাতীয় পতাকা দেয়া হয়। আদালতের পক্ষ থেকে এমন উপহার পেয়ে শিশুরা খুশিমনে বাবা-মায়ের সাথে বাড়ি ফিরে গেছে।


আরো সংবাদ



premium cement
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত অতি গরমে স্কুল বন্ধ রাখার ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী ইসলামপুরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আব্দুস সালাম চেয়ারম্যান নির্বাচিত দশমিনা ট্রাকচালককের হত্যা করে রড ছিনতাই : ২ দিনের রিমান্ডে শিক্ষক দূরদর্শনের লোগোর রং বদলে ‘গেরুয়া’ করা নিয়ে বিতর্ক

সকল