১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

নাটোর থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়া থেকে উদ্ধার

নাটোর থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়া থেকে উদ্ধার। - ছবি : ফাইল

নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া ব্যাংক কর্মকর্তা মাহফুজুর রহমানের নবজাতককে কুষ্টিয়ার খাজানগর থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নারীকে।

শনিবার দুপুর ১২টার মধ্যে তাদের নাটোরে নিয়ে আসা হবে বলে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর ১২টার দিকে নার্সের ছদ্মবেশে এক নারী নাটোর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে দাদির কোল থেকে ডাক্তার দেখানোর কথা বলে একদিনের বয়সী শিশুটিকে নিয়ে পালিয়ে যান।

বিষয়টি জানাজানি হওয়ার পর নাটোর সদর থানা পুলিশের সাইবার টিমসহ পাঁচটি টিম অভিযান শুরু করে।

এ ব্যাপারে দুপুর ১২টায় পুলিশ সুপার সাইফুর রহমান প্রেস ব্রিফিং করবেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement