২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


বড়াইগ্রামে ভেজাল গুড় তৈরি ও বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা

বড়াইগ্রামে ভেজাল গুড় তৈরি ও বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা - ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে মো: আমজাদ হোসেন (৫২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায়ের পর ছেড়ে দেয়া হয়।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযুক্ত আমজাদ হোসেন উপজেলার আটঘরিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মির্জা সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রামের আটঘরিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৫০ কেজি ভেজাল গুড়সহ গুড় তৈরির কাজে ব্যবহৃত দুই কেজি ফিটকিরি, ৩০০ কেজি চিনি ও তিন কেজি চুন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা মালামাল ধ্বংস করা হয়েছে।


আরো সংবাদ



premium cement