০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


বগুড়ায় দেড় শতাধিক পুলিশ করোনায় আক্রান্ত, একজনের মৃত্যু

বগুড়ায় দেড় শতাধিক পুলিশ করোনায় আক্রান্ত, একজনের মৃত্যু - সংগৃহীত

বগুড়া জেলায় করোনা মহামারীকালে জনগনকে সেবাদানকালে জেলা পুলিশের দেড় শতাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজন মারা গেছেন। তাই করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে বিশেষ অবদান রাখায় ১৬ জনকে সম্মাননা প্রদান করেছে জেলা পুলিশ। এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসেবে ১২ জনকে পুরস্কৃত এবং চাকরি থেকে অবসর গ্রহণ করায় আরও ১৪ জনসহ বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ও পুরস্কার দেয়া হয়েছে।

সোমবার বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা দেয়া হয়। বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) সনাতন চক্রবর্তীসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement

সকল