১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


ফিলিস্তিনপন্থী বিক্ষোভ : পুলিশি অভিযানে বিপর্যস্ত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়

ফিলিস্তিনপন্থী বিক্ষোভ : পুলিশি অভিযানে বিপর্যস্ত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় সব প্রবেশ পথেই এখন পুলিশ ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের ভিড়, রাস্তায় ব্যারিকেড। জিনিসপত্র নিয়ে শিক্ষার্থীরা বাড়ির উদ্দেশে ক্যাম্পাস ছাড়ছে। ক্লাস বাতিল হয়েছে আর পরীক্ষা কবে হবে ঠিক নেই।

বিশ্ববিদ্যালয়টিতে এরপর কী হতে যাচ্ছে তা নিয়েই সর্বত্র এক থমথমে ভাব আর অনিশ্চয়তা।

শিক্ষার্থীরা বলেছেন, মঙ্গলবার গাজার ঘটনার প্রতিবাদ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হলে অভিযান চালিয়ে শতাধিক মানুষকে আটকে পুরো ক্যাম্পাসই এখন বিপর্যস্ত।

এদিকে, পুলিশি অভিযানের পর এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত শফিক বলেন, তাকে গভীর দুঃখ নিয়েই শিক্ষার্থী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ পুলিশকে দিতে হয়েছে। এবং এ ক্ষত শুকাতে সময় লাগবে।

অন্যদিকে, লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সহিংসতার সমালোচনার মুখে পড়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। সেখানে ক্যাম্পাসে পুলিশকে ডাকার আগেই সেখানে মুখোশ পরিহিত ইসরাইলপন্থী একটি গ্রুপ ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের তাবুতে হামলা চালায়।

গভর্নরের মুখপাত্র বলেন, এ ঘটনায় ‘সীমিত ও বিলম্বিত’ পুলিশি হস্তক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়। বুধবার ওই ক্যাম্পাসে শত শত পুলিশ কর্মকর্তা অবস্থান নিয়েছিল।

তবে অনেকেই অভিযোগ করেন, মঙ্গলবার মধ্যরাতে শিক্ষার্থীদের তাঁবুকে ঘিরে সংঘর্ষের সময় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি। যদিও কর্মকর্তাদের দাবি, সহিংসতার সূচনার পর দ্রুত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

ইসরাইলের সাথে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি ও কোম্পানিকে বয়কটের দাবিতে গত কিছু দিন ধরেই ভয়াবহ ছাত্র বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে। মঙ্গলবার রাতে কয়েকটি জায়গায় তা সংঘর্ষের রূপ নেয়।

বিপর্যস্ত কলাম্বিয়া পরিবার
নিউইয়র্কের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষত তৈরি হয়েছে তা ঠিক হতে কত দিন লাগবে তা কারো জানা নেই।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আন্না ওআকস মঙ্গলবার রাতের ঘটনা কাভার করেন।

তিনি বলেন, ‘মনে হচ্ছে সব ছিন্নভিন্ন হয়ে গেছে।’

এক রাতের নৈরাজ্য ও সঙ্ঘাতের পর বুধবার সকালে ক্যাম্পাস এলাকা ছিল অন্যরকম। বিক্ষোভকারীদের একজন বলেন, ‘থামবো না। আমরা বিশ্রামে যাব না।’

শিক্ষার্থীদের অনেকে জিনিসপত্র গুছিয়ে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে। এখনো যারা আছে তারা বলেন যে তারা এখন অনেকটা অন্ধকারে এবং ডাইনিং সার্ভিস দ্রুতই চালু হবে কিনা তাও তাদের জানা নেই।

এনভায়রনমেন্টাল স্টাডিজের শিক্ষার্থী উইল পারকিনসন নিজের অনুভূতির কথা বলতে গিয়ে বলেন, ‘অদ্ভুত এক নরক। আমরা নিশ্চিত নই যে কী করতে হবে।’

তিনি জানান, বন্ধুর রুম থেকে তিনি দেখেছিলেন হ্যামিলটন হলে পুলিশের অভিযান। ওই অভিযানের সময় তিনি যেখানে ছিলেন সেই ভবন থেকে বের হতে পারেননি।

পারকিনসন জানান, ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়াতে পর্যাপ্ত কর্মী না থাকার কারণে কলাম্বিয়া কর্তৃপক্ষ বাইরে খাওয়ার জন্য তাদের অর্থ দিয়েছে।

অনেকে আবার শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। স্টিলের ব্যারিকেডের কাছে গিয়ে শ্লোগান দিয়ে ক্যাম্পাস থেকে পুলিশকে সরে যাওয়ার দাবি জানাচ্ছে অনেকে।

অন্যদিকে, শিক্ষকরা বলছেন তারা এখনো জানেন না যে কিভাবে তাদের সেমিস্টার শেষ করবেন।

ক্যালিফোর্নিয়া সংঘর্ষ, গভর্নরের সমালোচনা
ক্যাম্পাসে সহিংসতার সময় পুলিশ যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তা নিয়ে সমালোচনা হচ্ছে রাজ্যের গভর্নরের।

বুধবারও ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পুলিশ দেখা গেছে। তবে অভিযোগ উঠেছে, সহিসংতার সময় পুলিশ সময়মতো ব্যবস্থা নেয়নি।

বিবিসি এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও লস এলএঞ্জেলস পুলিশের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করেছে।

বিক্ষোভকারীরা হামলা শুরুর দুই ঘণ্টার মধ্যে এলাকা ছাড়তে শুরু করেছিল আর বুধবার সকাল নাগাদ পুলিশ পরিপূর্ণ নিয়ন্ত্রণ স্থাপনে সক্ষম হয়।

গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে সহিংসতার তীব্র নিন্দা জানান। তার অফিস থেকেও বিবৃতি দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘আইন পরিষ্কার। মতপ্রকাশের অধিকার সহিংসতা, ভাঙচুর কিংবা আইনহীনতার অধিকার দেয় না।’

তিনি বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। যার মধ্যে ফৌজদারি বিচার, বরখাস্ত ও সাসপেনশন থাকবে।

এর আগে, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের দখল করে রাখা অ্যাকাডেমিক ভবন দখলমুক্ত করতে অভিযান চালায় নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় অভিযান শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা হ্যামিলটন হল নামে ওই ভবনে প্রবেশ করেছে। সেখানে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের সবাইকে সরিয়ে দেয়া হয়েছে।

তার আগে, কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ বন্ধ করার নির্দেশ দিয়েছিল।

অভিযানের বিষয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ‘দখল, ভাঙচুর ও অবরুদ্ধ করার পর আমাদের আর কোনো উপায় ছিল না।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বিক্ষোভ হতে হবে শান্তিপূর্ণ এবং জোর করে ভবন দখল করা শান্তিপূর্ণ ব্যাপার না- এটা ভুল।’

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স টেলিভিশনকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে দিনটিকে কলাম্বিয়ার জন্য দুঃখের দিন হিসেবে উল্লেখ করেন।

নিউইয়র্ক শহরের ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান জামাল বাউম্যান কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এ অভিযানের তীব্র সমালোচনা করেন। সেখানে পুলিশের উপস্থিতিতে তিনি ক্ষুব্ধ।

ইসরাইলের সাথে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি ও কোম্পানিকে বয়কটের দাবিতে গত কয়েক দিন ধরেই ছাত্র বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে।

এর আগে, কলাম্বিয়ার শিক্ষক ও কর্মকর্তাদের অনেকে কমলা ও হলুদ রংয়ের ভেস্ট পড়ে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে অবস্থান নিয়েছিলেন।

শিক্ষার্থীরা তাঁবু খাটিয়ে ওই ক্যাম্পাসে বিক্ষোভ করছিল। ওই তাঁবু সরানোর জন্য সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু কর্তৃপক্ষের দেয়া সময়সীমা পেরিয়ে গেলেও বেশ কয়েকজন শিক্ষার্থী ওই স্থানে সমাবেশ করে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement