০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী নিহত : আহত ৮

সড়ক দুর্ঘটনা
দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস - ছবি : নয়া দিগন্ত

বগুড়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী সোহেল রানা (৩০) নামে এক ব্যক্তি নিহত ও তার স্ত্রীসহ আটজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে শহরের দ্বিতীয় বাইপাস সড়কের মানিকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে নিহত সোহেল ও তার স্ত্রীসহ তিনজন বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ছিলেন।

নিহত সোহেল জয়পুরহাটের কালাই থানার পাঁচগ্রামের সোলাইমান আলীর ছেলে।

আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- দিনাজপুরের হাকিমপুর থানার চন্ডিপ্রু গ্রামের আরাফাত হোসেন মুন্না (২৭) এবং তার স্ত্রী তানিয়া (২৫), নিহত সোহেলের স্ত্রী ফারজানা (২৫), মাইক্রোবাসের চালক ক্ষেতলালের তেজেস চন্দ্র চৌধুরীর ছেলে পিজুস কুমার (৪০), ইয়াকুব আলীর ছেলে রায়হান (৩০), রায়হানের মেয়ে হাসি (৩০), কালাইয়ের পাঁচগ্রামের হিমু (৩০) ও সুজনের মেয়ে প্রাপ্তি (৭)।

পুলিশ জানায়, শুক্রবার বেসরকারি নিবন্ধন পরীক্ষা দেয়ার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করে তারা কেন্দ্রে যাচ্ছিলেন। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল বগুড়া সদরের মানিকচক উচ্চ বিদ্যালয়। কেন্দ্র থেকে কয়েক শ’ গজ আগে তাদের মাইক্রোবাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করে। তখন বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত বলে ঘোষণা করে।

আহত আরাফাত হোসেন বলেন, ‘আমি ব্যাবসা করি। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিলো আজ। তাই আমার স্ত্রী তানিয়া এবং সোহেল ও তার স্ত্রী ফারজানাকে নিয়ে আমরা ৮-১০ জন একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে কেন্দ্রে আসছিলাম। কিন্তু পরীক্ষা দেওয়া হলো না ওদের।’ এসময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে।


আরো সংবাদ



premium cement
শরীয়তপুরে বজ্রপাতে ২ নারীসহ ৩ জনের মৃত্যু সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১১ মে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল পটিয়ায় গাড়ির চাপায় অটোরিকশাচালক নিহত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আপাতত সিদ্ধান্ত নেই : জনপ্রশাসন মন্ত্রী শুক্রবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, জামায়াতে উদ্বেগ স্বাভাবিক পরিবেশে বাঁচাতে হলে গাছ রোপণ করতে হবে : প্রফেসর ড. আব্দুর রব দিনাজপুরে দিনে টার্গেট করে রাতে ট্রান্সফরমার চুরি, গ্রেফতার ৫ ম্যানচেস্টার ইউনাইটেডের বাছাইয়ে দেশসেরা সিরাজগঞ্জের অয়ন যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের

সকল