২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ই-সিম চালু করল বাংলালিংক

-

দেশের মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলকে আরো সহজ করতে ই-সিম চালু করেছে। গত বৃহস্পতিবার ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয়ে ই-সিমের উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা।
গ্রাহকরা ই-সিমের সাথে একটি সাধারণ সিমও ব্যবহার করতে পারবেন। বাংলালিংক গ্রাহকরা দেশের যেকোনো বাংলালিংক সেন্টারে গিয়ে ই-সিমে মাইগ্রেট করাতে পারবেন। ই-সিম নিয়ে বিস্তারিত তথ্য বাংলালিংকের ওয়েবসাইটে পাওয়া যাবে। বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘একটি ডিজিটাল অপারেটর হওয়ার লক্ষ্য বাস্তবায়নে আমরা স্মার্ট সল্যুশনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা আরো সহজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ই-সিমের মাধ্যমে গ্রাহকরা আমাদের সংযোগ ও ডিজিটাল সেবাগুলো আরো স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য আমাদের অত্যাধুনিক বিভিন্ন সুবিধা নিয়ে আসার প্রচেষ্টাও প্রতিফলিত হয়।


আরো সংবাদ



premium cement